‘কথা’ প্রেমীদের জন্য খারাপ খবর! কপাল পুড়তে চলেছে ‘কথা’র! ধারাবাহিক নিয়ে অনিশ্চয়তা, চ্যানেল কর্তৃপক্ষ নীরব!

বাংলা টেলিভিশনের বর্তমানে অন্যতম আলোচিত মেগা হলো স্টার জলসার ‘কথা’ (Kothha), এবার কথা নিয়েই জমে উঠেছে জোর গুঞ্জন। সম্প্রতি টিআরপি (TRP) রেটিং কমার ফলেই কি এবার কোপ পড়তে চলেছে ‘সাহেব ভট্টাচার্য’ (Saheb Bhattacharya)‘সুস্মিতা দে’ (Susmita Dey) অভিনীত এই জনপ্রিয় ধারাবাহিকে? সময় বদল নাকি পাকাপাকি ভাবে শেষের পথে? সময় বদলানো মানে অনেক ক্ষেত্রেই দর্শক হারানোর সম্ভাবনা থাকে, আর ঠিক সেই জায়গাতেই দানা বাঁধছে উদ্বেগ।

স্টার জলসা শীঘ্রই নিয়ে আসছে এক নতুন ধারাবাহিক, নাম ‘বুলেট সরোজিনী’ (Bullet Sarojini) । যদিও সিরিয়ালটির স্লট এখনও প্রকাশ্যে আসেনি, তবুও জোর গুঞ্জন— এই সিরিয়ালই হয়তো ‘কথা’র জায়গা নিতে চলেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি বন্ধ হয়ে যাচ্ছে ‘কথা’? না, চূড়ান্তভাবে বন্ধ নয়, তবে সময়সারণীতে বড়সড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে। শুরুর দিকে দর্শকমনে বাজিমাত করলেও, বিগত কয়েক মাসে ‘কথা’র টিআরপি পতন কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Star Jalsha, Kothha, Bengali Serial, Kotha-Agni, Susmita Dey, Saheb Bhattacharya, Yo Yo Honey Singh, Honey Singh concert Kolkata, Millionaire tour, Romantic Scenes, Viewer Reactions, স্টার জলসা, কথা, কথা-অগ্নি, সুস্মিতা দে, সাহেব ভট্টাচার্য, ঘনিষ্ঠ মুহূর্ত, হানি সিং কনসার্ট, হানি সিং কনসার্ট কলকাতা, মিলিয়ানিয়ার টুর, দর্শক প্রতিক্রিয়া

কারণ হিসেবে মাত্রাতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্য প্রদর্শন এবং গল্পের ধির গতি প্রভাব ফেলছে অনেকাংশে। ধারাবাহিকের রোম্যান্টিক রসায়ন, পারিবারিক টানাপোড়েন কিংবা সামাজিক বার্তা— সবই দর্শকদের কাছে পরিচিত হলেও, নতুন ধারাবাহিকের ঢেউয়ের সামনে টিকতে পারবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সূত্রের খবর সত্যি হলে ‘কথা’ দেখতে অভ্যস্ত দর্শকদের একটা বড় ধাক্কা খেতে হতে পারে।

আরও পড়ুনঃ আসছে বুলেট সরোজিনী! কোন গল্পে পড়তে যবনিকা? জানলে মন ভাঙবে আপনারও

অনেকেই তো আবার ধারাবাহিকের সমাজ মাধ্যমের পাতায় গিয়ে আগেভাগেই তাঁদের দুঃখপ্রকাশও জানাতে শুরু করে দিয়েছেন। তবে একটা বিষয় নিশ্চিত, সুস্মিতা-সাহেব জুটির অভিনয়ে ভর করে এখনও বহু দর্শকের ভালোবাসার জায়গায় রয়েছে এই ধারাবাহিক। সময় বদলালেও যদি কনটেন্টে নতুন চমক আনা যায়, তবে ফের ঘুরে দাঁড়ানো অসম্ভব কিছু নয়। এখন দেখার, চ্যানেলের তরফে এই জনপ্রিয় মেগাকে বাঁচাতে কী সিদ্ধান্ত নেওয়া হয়।