সতীনের গল্পেই লেগে আছে লীনা গাঙ্গুলির মন! এক বাড়ি, দুই বউ, এক স্বামী— ‘চিরসখা’তে ঘুরে ফিরে সেই পুরনো ছকেই গল্প সাজালেন লেখিকা! ‘শ্রীময়ী’র সেই পুরনো কনসেপ্টেই বাজিমাত, নাকি পুরোপুরি ফেল?

অবস্থা এমনই যে, বর্তমান বাংলা ধারাবাহিক মানেই যেন দুই বউ, এক স্বামী আর বিরাট মেলোড্রামার গল্প! একাধিক ধারাবাহিকে এই একই ছকের পুনরাবৃত্তি দেখে চোখ টাটাতে বসেছে দর্শকদের। আর এই তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে ‘লীনা গঙ্গোপাধ্যায়’ (Leena Ganguly) এর জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ (Chiroshokha)। যেখানে আবার ফিরল সতীন প্লট। যেই কনসেপ্টে একসময় রমরমিয়ে চলেছিল ‘শ্রীময়ী’, ঠিক তেমনভাবেই এবারও গল্পের মোড় ঘুরিয়ে দুই বউকে এনে বাড়ির মধ্যে দারুণ টানাপোড়েন তৈরি করা হয়েছে।

গল্পের কেন্দ্রটাই যেন এখন ঝগড়া আর জটিল সম্পর্কে ঠেকেছে। ‘চিরসখা’র মূল কাহিনি শুরু হয়েছিল এক নিটোল প্রেমের জুটি কমলিনী আর স্বতন্ত্রকে নিয়ে। দর্শকদের চোখে এক রূপকথার গল্পের মতো এগোচ্ছিল তাঁদের সম্পর্ক। কিন্তু সেই ছন্দে বাঁধা পড়ল কমলিনীর ‘মৃত’ স্বামীর হঠাৎ প্রত্যাবর্তনে। কমলিনী বিশ্বাস করতেন তাঁর স্বামী আর নেই। কিন্তু হঠাৎ করেই জানা যায়, সে জীবিত এবং অন্য এক সংসারে দিব্যি জীবন কাটাচ্ছে।

শুধু তাই নয়, রয়েছে একটি মেয়েও। এই নতুন তথ্যেই টান পড়ে কমলিনীর জীবনে। এই দ্বিতীয় সংসারের নারী সোহিনী এসে হাজির হয় কমলিনীর ঘরে। দাবি তোলে, স্বামী চন্দ্র যদি তাদের ভরনপোষণের দায়িত্ব না নেন, তাহলে তাঁরাই ওই বাড়িতে থেকে যাবে। এই চ্যালেঞ্জেই শুরু হয় দুই সতীনের সহাবস্থানের লড়াই। একদিকে কমলিনী, অন্যদিকে সোহিনী— এই দুই স্ত্রীর মান-অভিমান আর টানাপোড়েনে ভরপুর হয়ে উঠেছে প্রতিটি পর্ব।

কমলিনীর চরিত্রে অপরাজিতা ঘোষ দাস এবং সোহিনীর ভূমিকায় স্বর্ণকমল দত্ত দুজনেই চমৎকার অভিনয় করছেন, আর স্বামীর ভূমিকায় রয়েছেন সন্দীপ চক্রবর্তী। তবে এই প্লট ঘিরে উঠছে প্রশ্নও। যে ধারাবাহিকে একসময় প্রেম আর আত্মত্যাগের আবহ ছিল, সেখানেই এখন ঝগড়া, প্রতিহিংসা আর দ্বন্দ্ব প্রাধান্য পাচ্ছে। স্বতন্ত্রর সঙ্গে কমলিনীর সম্পর্ক যেন হারিয়ে যাচ্ছে গল্পের ভিড়ে। দর্শকরা যে স্বপ্নময় প্রেমে ডুবেছিলেন, তা যেন ফিকে হয়ে উঠছে।

আরও পড়ুনঃ প্রেম গেল তলে, এখন দাদা বলে! আইনি বিচ্ছেদ হতেই পৃথা প্রাক্তন স্বামী সুদীপকে ডাকছেন ‘দাদা!’ সোশ্যাল মিডিয়ায় সুদীপ-পৃথার নয়া রসায়নকে পাল্টা কটাক্ষ- ‘স্বামী থেকে ‘দাদা’, এবার কি ‘কাকু’ হবে পরবর্তী ধাপ?’

মৃত স্বামীকে ফিরিয়ে আনার চমক যেমন আকস্মিক ছিল, তেমনি তা অপ্রাসঙ্গিকও মনে হচ্ছে অনেকের। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই— দুই সতীনের এই কাহিনি কি সত্যিই টিআরপি বাড়াবে? নাকি পুরনো দর্শকদের হারিয়ে ফেলবে ধারাবাহিকটি? লীনা গঙ্গোপাধ্যায় অবশ্য জানেন, দর্শকের একটা বড় অংশ এখনও এই ছকেই খুশি হন। তাই পুরনো সফল ফর্মুলাকে তিনি বারবার ফিরিয়ে আনছেন। এখন দেখার, শ্রীময়ীর মতো ‘চিরসখা’-র ক্ষেত্রেও এই ফর্মুলা ম্যাজিক দেখাতে পারে কি না!

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।