মধ্যরাতে ঠোঁটে ঠোঁট রেখে চুমু! কাঞ্চনের জন্মদিন মেয়েকে কোলে নিয়ে কাঞ্চন-শ্রীময়ীর তীব্র রোম্যান্স! ‘কচি ব‌উ-মেয়েকে পেয়ে ছেলেকে একেবারেই ভুলেছেন? কি বাবা আপনি? জন্মদিনেও কটাক্ষ পিছু ছাড়ছে না কাঞ্চনের!

অভিনেতা ও তৃণমূল বিধায়ক ‘কাঞ্চন মল্লিক’ (Kanchan Mullick) এদিন পা রাখলেন ৫৪ বছরে। জন্মদিনের (Birthday) প্রথম প্রহরেই ছিল একরাশ উৎসবের আমেজ। অন্যান্য বছরের থেকে এই বছরটা কাঞ্চনের জন্য আরও একটু আলাদা, কারণ এবারই প্রথম তাঁর জন্মদিনে পাশে ছিল তাঁদের একরত্তি কন্যা ‘কৃষভি’ (Krishvi)। মধ্যরাতে এলাহি আয়োজনে কেক কাটার পর্ব চলল, সেই মুহূর্তের আনন্দকে ভাগ করে নিতে একের পর এক ছবি সমাজ মাধ্যমে পোস্ট করলেন স্ত্রী ‘শ্রীময়ী চট্টরাজ’ (Sreemoyee Chattoraj)

মধ্যরাতেই ঘরোয়া আবহে আয়োজন হয়েছিল কাঞ্চনের জন্মদিন। আনা হয়েছিল তিনটে কেক, বাহারি মোমবাতি, লাল ওয়াইন। কৃষভিকে কোলে নিয়ে কেক কাটলেন কাঞ্চন, এরপর খাইয়ে দিলেন স্ত্রী এবং মেয়েকে, আর সেই মুহূর্তেই শিশু কন্যার চোখে-মুখে ফুটে উঠল নিখাদ ভালোবাসা। পাশে ছিলেন শ্রীময়ী, তাঁর হাসিতেও স্পষ্ট ছিল নতুন জীবনের পরিপূর্ণতা। এদিন জন্মদিনের মুহূর্তে ‘ট্রেন্ড সেটার কাপল’ এর ঘনিষ্ঠ মুহুর্তের সাক্ষী থাকলো সবাই। ঠোঁটে ঠোঁট রেখে দুজন দুজনকে আলতো চুম্বন!

শ্রীময়ীর পোস্ট করা ছবির মধ্যে দেখা মিলেছে সেটারও। জানা গেছে পরিবারের আরও সদস্যরাও উপস্থিত ছিলেন এই বিশেষ রাত্রির উদযাপনে। এরপর শ্রীময়ী অনেকগুলি ছবির কোলাজ বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে লিখলেন— “শুভ জন্মদিন আমার ভালোবাসা, মধ্যরাতে জন্মদিন পালন।” এই ছবিগুলিতেই স্পষ্ট শুধু দাম্পত্য নয়, বাবা-মেয়ের সম্পর্কের নতুন অধ্যায়ও শুরু হল এই জন্মদিনেই। অনুরাগীরা অনেক শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এই ছবি প্রকাশ্যে আসার পর।

প্রসঙ্গত এই বিশেষ উদযাপনের কিছুদিন আগেই মেয়ে কৃষভির অন্নপ্রাশনের অনুষ্ঠান সেরে ফেলেছেন এই তারকা দম্পতি। তবে বাড়িতে অন্নপ্রাশনের রীতিনীতি না থাকায়, তাঁরা ইসকন মন্দিরে গিয়ে সন্তানের মুখে প্রসাদ দিয়েছেন। আত্মীয়-স্বজনের উপস্থিতিতে পরে একটি ঘরোয়া ভোজেরও আয়োজন করেন, যেখানে কৃষভি হয়ে উঠেছিল সকলের চোখের মণি। মূলত ইচ্ছে পূরণ করতেই ঘরোয়া ভাবে অন্নপ্রাশনের আয়োজন করেছিলেন তাঁরা।

আরও পড়ুনঃ আমার জীবনে অনুপ্রেরণা মা-বাবা, আমি ওদের মতোই হতে চাই, মায়ের পায়ের কাছে কিছুক্ষণ বসলেই ক্লান্তি ঘুচে যায়, নতুন করে সাহস ফিরে পাই! খোলামেলা স্বীকারোক্তি দিব্যজ্যোতির

লাল বেনারসি, ম্যাচিং ব্লাউজ, মাথায় সোনালি মুকুট— একরত্তি কৃষভির সাজ ছিল একেবারে রাজকীয়। ছোট ছোট গয়নায় সে যেন ছোট্ট রানির মতোই লাগছিল। খাবারের তালিকাও ছিল নজরকাড়া— লুচি, পোলাও, এঁচোড়, পনির থেকে শুরু করে পায়েস পর্যন্ত নানা পদে সাজানো ছিল তাঁর অন্নপ্রাশনের থালা। কৃষভির আগমনের পর কাঞ্চন-শ্রীময়ীর জীবনে যেন নতুন এক পরিপূর্ণতার ছোঁয়া এসেছে, আর সেই আনন্দ ধরা পড়ল এই জন্মদিনের রাতেও।