লক্ষ্মী কাকিমা মাধ্যমিক ফেল!’আজকালকার দিনে আবার কেউ মাধ্যমিক ফেল করে নাকি?’বলে উঠলো বিনুনি, চরম লজ্জায় পড়ল লক্ষ্মী

দুদিন হল জি বাংলায় শুরু হয়েছে নতুন সিরিয়াল লক্ষ্মী কাকিমা সুপারস্টার। একজন গৃহবধূ তার যৌথ পরিবার কে কী করে সামলে নিজের দোকান সামলায় তাই দেখানো হবে লক্ষ্মী কাকিমা সুপারস্টারে। লক্ষ্মী কাকিমার ভূমিকায় অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। অনেকদিন পর তিনি ছোটপর্দায় ফিরে এলেন। তার এই কামব্যাক দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলে।

সবে দুইদিন হল শুরু হয়েছে সিরিয়াল। এর মধ্যেই সিরিয়ালের শুরু হয়ে গেছে কূটকচালি দেখানো। যা নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ শুরু করেছেন দর্শকরাই। বর্তমান প্রোমোতে দেখা যাচ্ছে, লক্ষ্মী কাকিমা মেলাতে ঘুগনির দোকান দেয়। সেই ঘুগনিতে সকলের অলক্ষ্যে ঝাল মিশিয়ে দেয় লক্ষ্মীর ছোট জা। ক্রেতারা সেই ঘুগনি একটু খেয়ে ফেলে দেয় মাটিতে। লক্ষ্মী এর পরে কী করে সেটা দেখার জন্য বসে আছেন সকলে।

কিন্তু এর মধ্যেই সিরিয়ালের একটি ক্লিপিংস আজ সকালে জি বাংলার তরফ থেকে দেওয়া হয়েছে।যেখানে দেখা যাচ্ছে লক্ষ্মী কাকিমার বাড়িতে হইহই করে পালন করা হচ্ছে সরস্বতী পুজো। লক্ষ্মীর ছোট জায়ের ছেলে কুল চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। আর সেখানেই কথা প্রসঙ্গে তাঁর ছোট জা তাকে ঠেস দিয়ে বলে মাধ্যমিকে ফেল করেছিল লক্ষ্মী। যা শুনে লক্ষ্মীর মুখ ছোট হয়ে যায়।

সেই সময় বাড়িতে আসে বিনুনি। বিনুনি অবাক হয়ে বলে আজকালকার দিনে কেউ মাধ্যমিকে ফেল করে নাকি? লক্ষ্মী কাকিমা গোটা ঘটনায় খুব কষ্ট পায়। তার মাধ্যমিকে ফেল করার কথা সকলের সামনে প্রকাশ্যে এসে যাওয়ায় লজ্জা পেয়ে যায় সে।

লক্ষ্মী কাকিমার ভূমিকায় অনবদ্য অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। এই দুই দিনেই তিনি মন জয় করে নিয়েছেন দর্শকদের। এখন সকলেই চাইছে ছোট জা’কে ভাল করে শিক্ষা দিক লক্ষ্মী কাকিমা।

You cannot copy content of this page