৮৩ তে পা মাধবী মুখোপাধ্যায়ের! রয়ে গেছে এক অপূর্ণই ইচ্ছে, জীবনের অন্তিম ছবিতে কার সঙ্গে কাজ করতে চান তিনি?

বাংলা সিনেমার স্বর্ণযুগের অন্যতম উজ্জ্বল নক্ষত্র মাধবী মুখোপাধ্যায়। দীর্ঘ ৮৩ বছরের জীবনে তিনি দেখেছেন বহু উত্থান-পতন, উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় চরিত্র। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের মতো কিংবদন্তি পরিচালকের ছবিতে অভিনয় করে তিনি জায়গা করে নিয়েছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। কিন্তু এত বছরের অভিনয়জীবন সত্ত্বেও এখনও একটি স্বপ্ন অপূর্ণ থেকে গিয়েছে তাঁর—আরেকবার বড় পর্দায় অভিনয় করা, তাও বিশেষ একজন অভিনেতার সঙ্গে।

গত বছর মৃণাল সেনকে শ্রদ্ধা জানাতে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মাধবী। ঠান্ডা লেগে তিনি ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন, এরপর থেকে বেশিরভাগ সময়ই বাড়িতে কাটাচ্ছেন বিশ্রামে। তবে অসুস্থতা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। এই বছর কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর আত্মজীবনী, আর সেই অনুষ্ঠানে শত অসুস্থতা সত্ত্বেও উপস্থিত ছিলেন তিনি। বই প্রকাশের সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন।

Madhabi Mukherjee

অভিনয়জীবনের দীর্ঘ পথচলায় বহু প্রতিভাবান শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে মাধবী মুখোপাধ্যায়ের। তবে তিনি জানিয়েছেন, প্রভা দেবী ও শিশির কুমারের সঙ্গে কাজ করাই ছিল তাঁর জীবনের অন্যতম আনন্দদায়ক অভিজ্ঞতা। তাঁর আক্ষেপ, নতুন প্রজন্ম এই অসাধারণ শিল্পীদের অভিনয় সরাসরি দেখতে পায়নি। তবে অতীত ফিরিয়ে আনা সম্ভব নয়, তাই তিনি ভবিষ্যতের এক বিশেষ ইচ্ছের কথা জানিয়েছেন।

মাধবী মুখোপাধ্যায়ের একান্ত ইচ্ছে, জীবনের শেষ ছবিটি তিনি করতে চান টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তাঁর কথায়, ‘প্রসেনজিৎ আমার খুবই পছন্দের একজন মানুষ। ওর কেরিয়ারের প্রথম ছবিটি ছিল আমার সঙ্গে। তাই আমার শেষ ছবিটাও আমি ওর সঙ্গেই করতে চাই।’

আরও পড়ুনঃ দুঃসংবাদ! স্টার জলসায় নতুন সিরিয়ালের আগমনে বন্ধ হচ্ছে ২ জোড়া নায়ক নায়িকার গল্প!

বাংলা সিনেমার অন্যতম সেরা অভিনেত্রীর এই ইচ্ছা পূরণ হবে কি না, তা সময়ই বলবে। কিন্তু তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে বাংলা চলচ্চিত্র জগৎ নিশ্চয়ই চাইবে, তাঁর শেষ ইচ্ছা বাস্তবে রূপ পাক।

You cannot copy content of this page