সাত বছর পর ছোটপর্দায়, আর কয়েক মাস পর বিয়ে! প্রথম সংসার ভেঙে গেলেও এবার নতুন করে স্বপ্ন দেখছেন মধুমিতা! দেবমাল্যের সঙ্গে কবে বসবেন পিঁড়িতে, কী জানালেন অভিনেত্রী? কেমন চলছে সব প্রস্তুতি?

জীবনের প্রথম প্রেম এক অন্য রকম অনুভুতি, যেটা নাকি আমৃ’ত্যু ভোলা যায় না। অনেকে সেই প্রেমকে একটা সময়ে গিয়ে সংসারে পরিণত করলেও, দীর্ঘস্থায়ী হয় না। তখনই জীবনে আসে সেই দ্বিতীয় ব্যক্তি, যে নতুন করে বাঁচতে শেখায়। অনেকের মতে তাই, প্রথম সম্পর্কই আমাদের শুধুমাত্র শেখায় আর দ্বিতীয়টা আজীবন থেকে যায়। অভিনেত্রী ‘মধুমিতা সরকার’-এর (Madhumita Sarcar) জীবনেও প্রথম অধ্যায় শেষ হয়েছে অনেক বছর আগে। এই মুহূর্তে সেই দ্বিতীয় ব্যক্তিটির হাত ধরে নতুন জীবনে পা রাখতে চলেছে সে।

একদিকে ছোটপর্দায় কামব্যাক, অন্যদিকে ব্যক্তিগত জীবনের বড় সিদ্ধান্ত। বহুদিনের অপেক্ষার পর তিনি আবার ফিরেছেন ধারাবাহিকে। এবার তিনি স্টার জলসার ‘ভোলেবাবা পার করেগা’-য় ঝিলের চরিত্রে হাজির। এই চরিত্র মাটির কাছাকাছি থেকে উঠে আসা এক মেয়ে, যে স্বপ্ন দেখে একদিন বড় র‍্যাপার হবে। একই সঙ্গে, পর্দার বাইরেও তাঁর জীবনে বিয়ে নিয়ে অনেক স্বপ্ন রয়েছে। সব মিলিয়ে, এখন সময়টা তাঁর কাছে যেমন ব্যস্ত, তেমনই বিশেষ।

এই মুহূর্তে ধারাবাহিকের প্রচার চলছে জোর কদমে।ঝিলের চরিত্রকে নিজের থেকে একেবারে আলাদা বলেই মনে করেন মধুমিতা। তিনি জানিয়েছেন, বাস্তবে তিনি ঝিলের মতো এত রাগ দেখাতে পারেন না। বরং চুপ করে যান। তাই এই চরিত্রের ভিতর দিয়ে নিজেকে নতুন করে দেখার সুযোগ পাচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এবার গান গাওয়ার বিষয়েও হয়েছে তাঁর। দর্শকদের কাছে নতুন রূপে ফিরে আসা তাই তাঁর কাছে অনেক আনন্দের।

ব্যক্তিগত জীবন নিয়েও চলছে চরম প্রস্তুতি। অভিনেত্রী এবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। উল্লেখ্য, অভিনয় জীবনের শুরুর দিকেই অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। এবার ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। তবে তারিখ প্রকাশ না করলেও জানিয়ে দিয়েছেন আর কয়েক মাসের মধ্যেই ঠিক হয়ে আছে সব। খানিক লজ্জা পেয়ে তিনি বলেন, এখনো কেনাকাটা শুরু করতে পারেননি।

পুজো মিটলেই শুরু করবেন সব আয়োজন। মধুমিতার কথায়, “এই মুহূর্তে কাউকে জানাতে চাইছি না তারিখটা, কিন্তু আমার খুব শিগগিরই বিয়ে। এখনও কিচ্ছু কেনাকাটা হয়নি। পুজোর পরে শুরু করব সব, পরিকল্পনা অনুযায়ী এক-দেড় মাসের মধ্যেই শেষ করে দেব। বিয়ের জায়গা, খাওয়ার, সাজসজ্জা– সেগুলো সব আগে থেকেই ঠিক করা আছে। আমাদের সম্পর্কের এক বছর আমরা চুটিয়ে প্রেম করে নিয়েছি। তাই বিয়ের আগে চাই, একটুখানি কাজের ব্যস্ততা থাকুক।

আরও পড়ুনঃ “এটাই তো আমাদের ইতিহাস, এখন মানুষ নিজেরাই বিচার করুক!” “আজকের দিনে দাঁড়িয়ে ছবি আটকে রাখা যায় না!”— বিশেষ প্রদর্শনীতে ‘দ্য বেঙ্গল ফাইলস’ বিতর্কে সরব ‘রোজগেরে গিন্নি’ পরমা ব্যানার্জী!

যাতে একে অপরের প্রতি ওই টানটা অনুভব করতে পারি বিয়ের দিন।” এদিন মধুমিতার কথা অনুযায়ী, অভিনেত্রীর হবু স্বামী নাকি তাঁর ঝিল-রূপ দেখে বেশ অবাক হয়েছেন। মধুমিতা মজার ছলে বলেছেন, বাস্তবে দেবমাল্য তাঁকে এত রাগী রূপে দেখেননি। প্রেমিকার এই নতুন রূপ দেখে তিনি বেশ মুগ্ধ। সব মিলিয়ে, একদিকে নতুন ধারাবাহিকের চরিত্রের চ্যালেঞ্জ, অন্যদিকে বিয়ের প্রস্তুতির চাপ। তবে মধুমিতা সবকিছুই সামলাচ্ছেন হাসিমুখে। এক নতুন অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে জীবন, আমাদের অগ্রিম শুভেচ্ছা রইল দু’জনের জন্য!