“আমি এতদিন যা বলেছি ঠিক বলেছি…কোনও আক্ষেপ নেই, আবারও বলব!” “আজকাল কেউ কু’কুরকে “কু’কুর” বললেও লোকে তেড়ে আসে!”— দীর্ঘদিনের বিতর্ক নিয়ে অকপট মমতা শঙ্কর! সমালোচনার জবাবে মুখ খুলতেই ফের জড়ালেন নয়া বিতর্কে!

স্বনামধন্য অভিনেত্রী এবং নৃত্যশিল্পী ‘মমতা শঙ্কর’ (Mamata Shankar) বেশকিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রে। মূলত সমাজের নানান দিক নিয়ে তাঁর স্পষ্ট অবস্থানই এই বিতর্কের মূল কারণ। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছেন নিজের নতুন কাজ ও তাকে ঘিরে চলা নানা বিতর্ক নিয়ে। এই মুহূর্তে সপ্তাশ্ব বসুর নতুন ছবি ‘দেরি হয়ে গেছে’-তে তিনি অভিনয় করেছেন এক প্রাক্তনের চরিত্রে, যেখানে বহু বছর আগে হারিয়ে যাওয়া সম্পর্ক আবার সামনে আসে। অঞ্জন দত্তের সঙ্গে তাঁর চরিত্রের সম্পর্ক ছবির কেন্দ্রে থাকলেও, বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেও তিনি নিজের মতামত জানিয়েছেন।

তাঁর কথায়, প্রাক্তন মানেই জীবনের এক বিশেষ অধ্যায়, যেটা থেকে নতুন অভিজ্ঞতা যোগ হলেও প্রতীক্ষা বা আক্ষেপের জায়গা থাকে না, থাকে কেবল ভালো চাওয়ার আকাঙ্ক্ষা। তবে শুধুমাত্র সিনেমার গল্প নয়, সম্পর্কের বিষয়ে মমতার ব্যক্তিগত মতামতও বেশ স্পষ্ট। তিনি মনে করেন, আজকের প্রজন্ম সম্পর্ককে অনেকটাই তুচ্ছ মনে করছে। এখনকার দিনে সহিষ্ণুতার অভাব এতটাই বেড়েছে যে, কোনও সম্পর্ক ভেঙে গেলে তার জন্য আক্ষেপের বদলে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করতেও মানুষ দ্বিধা করে না।

মমতা শঙ্করের মতে, এই প্রবণতা সমাজের মধ্যে এক ধরনের অসহনশীলতা বাড়িয়ে দিচ্ছে, আর সেটাই তাঁকে বিস্মিত করে। যদিও তিনি বলেছেন, এমন মন্তব্য করলেই ট্রোল হওয়ার সম্ভাবনা থাকে, তবুও নিজের ভাবনা লুকিয়ে করতে রাজি নন তিনি। তাঁকে নিয়ে যে বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে, সে প্রসঙ্গও উড়িয়ে দেননি মমতা। তাঁর বক্তব্য, পরিবারের সদস্যরা মাঝে মাঝেই তাঁকে সাবধান করেন কোনও মন্তব্য না করার জন্য। কারণ তাঁদের চিন্তা থাকে, তাঁর বক্তব্যকে ঘিরে বাড়তি সমালোচনা তৈরি হবে।

কিন্তু মমতা বিশ্বাস করেন, যা মনে করেন তা না বলে চুপ থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। তাঁর যুক্তি, যদি কেউ সত্যিই মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, তবে ভিন্ন মতকে সম্মান জানাতেও শিখতে হবে। কুকুর প্রসঙ্গ টেনে মমতা শঙ্কর তীব্র কটাক্ষ করেন আজকের সমাজকে। তাঁর মতে, এখনকার দিনে এমন এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে যেখানে কেউ নিজের পোষা কুকুরকে “কুকুর” বললেও অনেকেই তেড়ে আসে। তিনি প্রশ্ন তোলেন, তাহলে আদতে প্রাণীটিকে কী বলে সম্বোধন করলে মানুষ খুশি হবে? তাঁর দৃষ্টিতে এ এক প্রহসন ছাড়া কিছু নয়।

সমাজ যেভাবে অতিসংবেদনশীল হয়ে উঠছে, তাতে সত্যিটা বললেই কেউ না কেউ আঘাত পান। মমতার বক্তব্য স্পষ্ট—“কুকুর” শব্দটাই যদি ভুল শোনায়, তবে সেটা সমাজের দৃষ্টিভঙ্গির সমস্যাই, বাস্তবকে অস্বীকার করার নাম নয়। তাই তিনি মনে করেন, এসব অনর্থক বাড়াবাড়িতে নিজের মতামত গোপন করার কোনও মানে হয় না। নিজের অভিজ্ঞতা থেকেই তিনি সোজাসাপটা মত প্রকাশ করেন, এবং আগামী দিনেও তা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন। অতীতে স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন নিয়ে তাঁর মন্তব্য অনেক বিতর্ক তৈরি করেছিল।

আবারও সেই প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, সবকিছু প্রকাশ্যে দেখানো বা ফলাও করে প্রচার করার প্রয়োজন নেই। সমাজ যতটা ভাবছে আধুনিক হচ্ছে, তাঁর মতে বাস্তবে একধরনের পিছিয়ে পড়ছে। এমনকি উদাহরণ হিসেবে তিনি ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-কে টেনে এনে বলেন, তাঁর থেকে কেউ আধুনিক নয় আজকে। প্রকৃত আধুনিকতা মানে শুধু বাহ্যিক দেখনদারি নয়, বরং সাহস, স্বাধীনতা ও আত্মমর্যাদা। তাই তিনি মনে করেন, তথাকথিত আধুনিকতার নামে সমাজ কোথাও গিয়ে এক ধরনের ভ্রান্ত পথে হাঁটছে। নিজের অবস্থানে অনড় তিনি স্পষ্ট করে বলেন, কাউকে তিনি তাঁর নিয়মে চলতে বাধ্য করছেন না।

আরও পড়ুনঃ অভিনয় জীবনের নতুন অধ্যায়ে রাহুল মজুমদার! স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’-এর পরপ্রথমবার শ্রী রামের রূপে চমক দেবেন তিনি! ছোটপর্দায় আসছে রামায়ন? দেখা যাবে কোন চ্যানেলে?

তবে যা বিশ্বাস করেন, তা তিনি বলবেনই। অনেকেই তাঁর মন্তব্যে ক্ষুব্ধ হবেন বা কটাক্ষ করবেন, সে বিষয়ে তাঁর কোনও মাথাব্যথা নেই। কারণ তিনি জানেন, নিজের সত্যি কথা বলার জন্যই তিনি বারবার সমালোচনার মুখে পড়েছেন। তবু তাঁকে থামানো যায়নি, আগামীতেও থামানো যাবে না। তাঁর চোখে, এটাই শিল্পীর দায়িত্ব যে সমাজে ঘটে চলা অনুচিত জিনিস নিয়ে নিজের মতো করে প্রতিবাদ করা, যতই তা বিতর্কিত হোক না কেন। এমনকি তাঁর বিরুদ্ধে সমাজ মাধ্যমে যাঁরা বাজে ভাষা প্রয়োগ করে, তিনি মনে করেন তাদের নিজেদেরই রুচিবোধ নেই।