দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। শহরের রাজপথ সেজে উঠছে রিঙিং আলোয় আর বড় বড় হিডিংয়ে। উৎসব মানেই তো শহরজুড়ে ঝলমলে বিজ্ঞাপন, আর সেসব বিজ্ঞাপনে প্রিয় তারকাদের মুখ। চলতি বছরও নাকি পুজোর বিজ্ঞাপনে নতুন চমক আসছে। টলিউডের প্রথমসারির অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly) এবার একই ফ্রেমে দেখা যাবে। যদিও এর আগে মিমি আর শুভশ্রী আলাদা আলাদা প্রচারের মুখ হয়েছেন, কিন্তু একসঙ্গে তাঁদের উপস্থিতি বিরলই বলা যায়।
কয়েক বছর আগে একটি ব্র্যান্ডের প্রচারে মিমি, নুসরত জাহান আর শুভশ্রীকে দেখা গিয়েছিল। পরে নুসরত সরে দাঁড়ান, তবে মিমি ও শুভশ্রী আলাদাভাবে জায়গা করে নিয়েছিলেন পোস্টারে। এবার সংস্থার নাকি দুই তারকাকে একসঙ্গে আনবে। ইতিমধ্যেই টলিপাড়ায় চর্চা শুরু হয়েছে বেশ কিছুদিন এই সম্ভাবনাকে ঘিরে। সবকিছু ঠিক ভাবে এগোলে আগামী ৩ তারিখে শহরেই হতে পারে শুটিং, এমনটাই জানা গিয়েছিল। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, তাও কথা মতো আজ শুটিং স্পটে উপস্থিত হলেন দুই নায়িকা।
এই মুহূর্তে তাঁদের একটি ভিডিও সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল! যেখানে শুভশ্রীকে বলতে শোনা যাচ্ছে, “বলিউডে যদি দীপিকা থাকলে, বাংলায় আছে মিমি!” উত্তরে খানিক লজ্জা পেয়ে মিমি বলেন, “আমি আছি সঙ্গে বাংলার লেডি সুপারস্টার শুভশ্রী!” তারপরেই ঘটে গেল এক প্রত্যাশিত ঘটনা! কথা শেষ করেই নিয়ে শুভশ্রীর গালে বসিয়ে দিলেন আদরের চুম্বন! সমাজ মাধ্যমে অনেকেই বলছেন, “এমনটাও যে হতে পারে স্বপ্নে ভাবেনি, ২০২৫ এর সব থেকে বড় চমক এটা!”
আপাতদৃষ্টিতে ভিডিওটি দেখলে দুই বান্ধবীর নিখাদ বন্ধুত্বের সম্পর্ক বলে মনে হতেই পারে। কিন্তু অতীত ঘাটলেই স্পষ্ট যে, একসময় দু’জন দু’জনকে একেবারেই পছন্দ করতেন না। শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী প্রাক্তন প্রেমিকা ছিলেন মিমি। এরপর শুভশ্রীর সঙ্গে বিয়ে হওয়ায় মিমি একাধিকবার নাম না করে রাজ-শুভশ্রীকে কটাক্ষ করেছিলেন। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। আজকের দিনে দাঁড়িয়ে টলিউডে এই মুহূর্তে সেরার আসনে রয়েছেন এই দুই অভিনেত্রীই।
আরও পড়ুনঃ “নিন্দা করলে করুক, আমি সাজবই… এত বুড়ি হয়নি!” “আমার চোখে এই সাজ যথেষ্ট মার্জিত!”— ঠোঁটের ওপরে লিপস্টিক, ঝোলা দুল, উগ্র মেকআপ নিয়ে সমাজের কটা’ক্ষের পাল্টা জবাব দিলেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়!
ইদানিং একে-অন্যের কাজ নিয়েও প্রশংসা করেন দু’জনেই। আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে মিমি চক্রবর্তী অভিনীত ‘রক্তবীজ টু’। ছবিতে বিকিনি লুকে মিমিকে দেখে শুভশ্রী বলেছিলেন, “মিমিকে এই লুকে ভীষণ হট লাগছে!” বাংলা ইন্ডাস্ট্রিতে এখন এই দুই মুখের চাহিদা তুঙ্গে। এখন শুধু বিজ্ঞাপনটি প্রকাশের অপেক্ষায়।এবার তাই পুজোতে বেরিয়ে শুধু ঠাকুর দেখলেই হবে না, মিমি-শুভশ্রী বিজ্ঞাপনের দিকেও চোখ রাখতেই হবে!
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।