‘আর ভালো লাগছে না, ভালো স্টোরি থাকলে দেখান না হলে বন্ধ করে দিন’, মিঠাইয়ের প্রোমো দেখে ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেনরা!

একটা সময় ছিল যখন টিআরপি তালিকা জুড়ে রাজত্ব করত জি বাংলার সিরিয়াল গুলো। যমুনা ঢাকি, অপরাজিত অপু,সর্বজয়া সহ একাধিক সিরিয়াল টিআরপি রেটিং তালিকায় নিজের জায়গা ধরে রাখতো। সেইসঙ্গে সেরার স্থান ধরে রাখতো মিঠাই। তবে গত দুই সপ্তাহ ধরে অবস্থার পরিবর্তন হয়েছে। আগের সপ্তাহে পঞ্চম স্থানে ছিল মিঠাই আর চলতি সপ্তাহে মিঠাই রয়েছে তৃতীয় স্থানে।

কিন্তু মিঠাইয়ের এত খারাপ অবস্থা কেন? দর্শকরা বলছেন যে একঘেয়েমিতে ভরে গেছে সিরিয়াল। তাই হাজার টুইস্ট এনেও টিআরপি রেটিং বাড়াতে পারছে না এই সিরিয়াল।তার কারণ হলো মিঠাইয়ের একঘেয়ে স্বপ্ন এবং আর সিডের মিঠাই এর ওপর এক ধরনের রাগারাগি আর ভালো লাগছে না দর্শকদের।

এর আগে প্রায় প্রত্যেক পোষ্টের কমেন্ট বক্সে দেখা যেত মিঠাই এর প্রোমো দেওয়ার কথা। কিন্তু এরপরে জিবাংলা মিঠাইয়ের অনেক প্রোমো এবং ক্লিপিংস দেওয়া শুরু করলেও দর্শকরা সেখানে লিখতে শুরু করেন যে সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হোক। কিছুক্ষণ আগে জি বাংলার তরফ থেকে একটি মিঠাই এর ক্লিপিংস পোস্ট করা হয়, যেখানে মিঠাই এবং ঠাম্মিকে আধুনিক পোশাকে দেখা যায়। যা দেখে মুখ হাঁ হয়ে যায় দাদু এবং তার নাতির।

কিন্তু ওই পোষ্টের কমেন্ট বক্সে গেলেই দেখা যাচ্ছে দর্শকদের বিরক্তিতে ভরা কমেন্ট। অধিকাংশ মানুষই লিখেছেন যে আর এই একঘেয়েমি মিঠাইয়ের স্বপ্ন ভালো লাগছে না। হয় স্টোরি লাইন চেঞ্জ করা হোক নয়তো বন্ধ করে দেওয়া হোক এই সিরিয়াল। এখন দর্শকদের দাবি মেনে সিরিয়ালের গল্প পরিবর্তন করা হয় কিনা সেটাই দেখার।

Criticism

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

You cannot copy content of this page