ডিভোর্সের পর ফুলশয্যা উচ্ছে বাবু আর মিঠাইয়ের! কোলে তুলে তুফান মেইলকে বিছানায় ফেলল সিড! ভাইরাল ভিডিও

চলতি সপ্তাহের টিআরপি চার্টে সব ধারাবাহিককে পেছনে ফেলে দিয়েছে জি বাংলার ‘মিঠাই’। উচ্ছে বাবু আর মিঠাইয়ের খুনসুটি, ঝগড়া সকলের মন কেড়েছে।

সম্প্রতি ধারাবাহিকে ডিভোর্স হয়েছে সিদ্ধার্থ আর মিঠাইয়ের। এরইমধ্যে মিঠাইয়ের দ্বিতীয় বিয়ের ঘোষণা করেছেন দাদাই। তারপরেই মন গলতে শুরু করেছে উচ্ছে বাবুর। দাদাইয়ের করা পরিকল্পনায় শেষমেষ জব্দ হয়েছে সিদ্ধার্থ। পরিকল্পনা অনুযায়ী নাতির বন্ধুর সঙ্গে মিঠাইয়ের বিয়ের ঘোষণা করলেন দাদাই। কিন্তু দাদাই-এর সিদ্ধান্তে অসন্তুষ্ট সিদ্ধার্থ।

তবে এরপরের পর্ব আরও মজাদার। দেখা গেল ধারাবাহিকের নতুন প্রমোতে। ডিভোর্সের পর ফুলশয্যা। কিন্তু তাতেও বিপত্তি। একই বিছানায় শুতে নারাজ মিঠাই। জোর করেই মিঠাইকে বিছানায় তুলল সিদ্ধার্থ। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে।

বলতে গেলে এই এপিসোডের জন্য বহু দিন ধরেই অপেক্ষা করছিলেন দর্শকেরা। শেষমেশ তা প্রমোতে দেখে উত্তেজিত দর্শকমহল।

You cannot copy content of this page