মারণরোগকে জয় করে ফের ক্যামেরার সামনে মিঠু চক্রবর্তী! দীর্ঘ বিরতির পর এক ফ্রেমে মিঠু-সব্যসাচী! তারকা দম্পতির এই প্রত্যাবর্তনে আপ্লুত দর্শকরা!

দীর্ঘ লড়াইয়ের পরে অবশেষে ফিরে এলেন অভিনেত্রী ‘মিঠু চক্রবর্তী’ (Mithu Chakraborty) । মৃত্যুকে চোখ রাঙিয়ে আবার জীবনকে বেছে নিলেন তিনি। ক্যানসারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে, শারীরিক যন্ত্রণাকে পাশ কাটিয়ে, আজ আবার তিনি ক্যামেরার সামনে দাঁড়ালেন। শুধু তাই নয়, এই ফিরে আসার মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছে তাঁর পাশে স্বামী ‘সব্যসাচী চক্রবর্তী’র (Sabyasachi Chakraborty) উপস্থিতি।

দীর্ঘদিন পর এই দুই বর্ষীয়ান শিল্পীকে একসঙ্গে দেখা যাবে, এমনটাই খবর মিলেছে। এই খবরে নিঃসন্দেহে আবেগে ভেসে যাচ্ছে অনুরাগীদের মনে। স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel) ধারাবাহিক থেকে হঠাৎ করেই বিদায় নিতে হয়েছিল মিঠুকে। প্রথমে কারণ না জানা গেলেও, পরে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল ইন্ডাস্ট্রির অলিগলিতে। চিকিৎসার সেই অধ্যায়টা ছিল অত্যন্ত কষ্টকর।

কখনও কেমোথেরাপি, শারীরিক দুর্বলতা, চুল ঝরে পড়া, এই সবকিছুই তাঁকে ছুঁয়ে গেলেও, কিন্তু মনোবল স্পর্শ করতে পারেনি। উইগ পরে হলেও আজ তিনি আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুদিন আগেই তিনি বলেছিলেন, “আবার অভিনয় করব, আবার বাঁচব অভিনয়ের মধ্যেই।” এদিন দম্পতিকে একটি বিজ্ঞাপনী শুটে দেখা গিয়েছে। এই কাজটি এখন শুধুই পেশাগত দিকেই আটকে নেই, বরং এটি মিঠুর জয়ের প্রতীক হয়ে উঠেছে।

শুটিং সেটে তাঁকে দেখা গেছে হাসিমুখে, আগের মতোন প্রাণচাঞ্চল্যে ভরপুর, পাশে ছিলেন সব্যসাচীও। প্রসঙ্গত সব্যসাচীও অনেকটাই পেশাগত ব্যস্ততা থেকে দূরে সরে গেছেন, প্রকৃতি আর পরিবারের সঙ্গেই দিন কাটাতে ভালোবাসেন এখন। তবে স্ত্রীর এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর পাশে দাঁড়াতে পেরে যে আবেগপ্রবণ হয়ে পড়েছেন, তা স্পষ্ট ছিল তাঁর মুখে। এই টলিউড দম্পতির এই প্রত্যাবর্তন যেন বাংলা ইন্ডাস্ট্রির এক নতুন অধ্যায়ের সূচনা।

আরও পড়ুনঃ “আজকের দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক”, “চিরন্তন সত্যের নামে আবেগের ব্যবসা চলছে”—রবীন্দ্রনাথের ভাবমূর্তি বিষাক্ত! বিতর্কিত মন্তব্য পরিচালক কিউ-এর!

বহু দর্শক তাঁদের একসঙ্গে বড় বা ছোট পর্দায় দেখেছেন, ভালোবেসেছেন। এবারও এই বিজ্ঞাপন তাঁদের সম্পর্কের উষ্ণতা, জীবনের প্রতি শ্রদ্ধা আর লড়াইয়ের শক্তিকে তুলে ধরবে দর্শকের সামনে। তাঁদের আবার এক ফ্রেমে দেখে যে আবেগ তৈরি হবে, তা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে বলে দর্শকদের মত। বিজ্ঞাপনটি ঠিক কবে সম্প্রচারিত হবে, তা এখনও ঘোষণা হয়নি। তবে ইতিমধ্যেই এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তমহলে উচ্ছ্বাসের ঢেউ।