কোচবিহারের দিনহাটা উৎসবে অনুষ্ঠানে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় প্লে ব্যাক গায়িকা মোনালি ঠাকুর (Monali Thakur)। উৎসবের মঞ্চে তার উপস্থিতির জন্য বহু দর্শক অপেক্ষা করে থাকেন সর্বদা। শুধু টলিউড এই নয় বলিউডেও একাধিক গানের জন্য শ্রোতাদের মনে জায়গা দখল করেছেন তিনি। কিন্তু এদিন হঠাৎ অসুস্থতার কারণে মোনালিকে হাসপাতাল ভর্তি করা হয়।
জানা গেছে, প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পিতা কমল গুহ। দিনহাটা সংহতি ময়দানে এদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় মানুষ থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিরা।
জানা গেছে, মোনালি ঠাকুর আচমকা অসুস্থ বোধ করেন এবং শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। তার দ্রুত চিকিৎসা শুরু করার জন্য কোচবিহারের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তিনি কিছুটা সময় বিশ্রাম নিলেই তার শারীরিক অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। অনুষ্ঠান শেষেই হঠাৎ অসুস্থ বোধ করেছিলেন ‘সওয়ার লু’ গায়িকা।
উৎসবে উপস্থিত দর্শকরা একে অপরকে খবরটি জানানোর পর উদ্বিগ্ন হয়ে পড়েন। মোনালি ঠাকুরের অসুস্থতার খবর দ্রুত ছড়িয়ে পড়লে, তার ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। গায়িকার প্রতি সকলের ভালবাসা এবং প্রার্থনায় তার অবস্থা ভালো হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ কোনমতে প্রাণে বেঁচে ফিরলেন জনপ্রিয় ইউটিউবার! ট্রাকের ধাক্কায় ভেঙে চুরমার গাড়ি
দিনহাটা উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোনালি ঠাকুরের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে এবং তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। মোনালি ঠাকুরের অসুস্থতার কারণে তার সংগীতানুষ্ঠান বাতিল করা হলেও, তিনি শীঘ্রই সুস্থ হয়ে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। মোনালি ঠাকুরের অসুস্থতা নিয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি, তবে তার ভক্তরা তাকে সুস্থ দেখতে আশা করছেন।
“অনেকে আমাকে নিয়ে কার্টুন আঁকেন, বেশ লাগে! আমার স্ত’ন এতটা সুন্দর না, যতটা তাঁরা আঁকেন।”— নিজের ‘স্ত’ন-ফোকাসড’ কার্টুন প্রিন্ট করে রেখেছেন! স্বস্তিকার এই হাটখোলা স্বীকারোক্তিতে নেটপাড়ার লজ্জা!