“যাকে একদিন শিরদাঁড়া সোজা রেখে হাঁটতে শিখিয়েছিলাম, সেই এখন আমাদের শিরদাঁড়া”—ঋদ্ধির জন্মদিনে আবেগঘন বার্তা মা রেশমি সেনের! অভিনেত্রীর আবেগঘন স্বীকারোক্তি ছুঁয়ে গেল নেটিজেনদের মন!

গত ১৯ মে ছিল তাঁর জন্মদিন (Birthday) , ২৭ বছরে পা দিলেন সবচেয়ে কমবয়সী জাতীয় পুরস্কারজয়ী (National Award winning actor) অভিনেতা ‘ঋদ্ধি সেন’ (Riddhi Sen) । তবে জন্মদিন মানেই শুধু কেক কাটা আর শুভেচ্ছা নয়, মা ‘রেশমি সেন’ (Reshmi Sen) এর কাছে এই দিনটা যেন একটু বেশিই স্পেশাল। তাই ছেলের প্রিয় সব রান্না নিজে হাতে তৈরি করে জন্মদিনের সকালটা সুন্দর করে তোলেন তিনি। তবে শুধু রান্নাই নয়, সঙ্গে রইল একগুচ্ছ আদুরে স্মৃতি আর ভালোবাসায় ভরা বার্তা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঠাকুমা চিত্রা সেন বলেন, তাঁর একমাত্র নাতি ডিম খেতে খুব ভালোবাসে। ফলে জন্মদিনে কিছু হোক না হোক ডিম থাকবেই। জন্মদিনের দিনে যখন চারিদিক থেকে আসছে শুভেচ্ছা, নানান অজানা তথ্য, তখন মা রেশমি সেনের একটি পোস্ট নিঃসন্দেহে আলাদা করে গুরুত্ব পেয়েছে। রেশমি সেন শুধু অভিনেত্রী নন, একজন গর্বিত মা। জন্মদিনের সকালেই তিনি সমাজ মাধ্যমে ভাগ করেন ঋদ্ধির ছোটবেলার কিছু সুন্দর মুহূর্ত।

ছবিগুলোর সঙ্গে ছিল কিছু লেখাও— “যাকে একদিন শিরদাঁড়া সোজা রেখে হাঁটতে শিখিয়েছিলাম, সেই এখন আমাদের শিরদাঁড়া” ছেলের কাছে যিনি একদিন ভরসার জায়গা ছিলেন, আজ সে-ই নাকি তাঁদের ভরসার স্তম্ভ। এমন অকপট স্বীকারোক্তি যেন ছুঁয়ে গেছে অনেক পাঠকের হৃদয়। ঋদ্ধি সেন বরাবরই অভিনয় দক্ষতা এবং মাটির কাছাকাছি মানসিকতার জন্য পরিচিত।

তাঁর মধ্যে যে পরিপক্বতার ছাপ, তা অনেককেই চমকে দেয়। তবে এই ‘পাকাভাব’-এর মধ্যেও আছে এক নিষ্পাপ ছেলেমানুষি, যার কথা মা রেশমি নিজেই স্বীকার করেছেন এক সাক্ষাৎকারে। তিনি বলেন, “মানুষ হয়তো ওকে ‘পাকা ছেলে’ বলে থাকেন, কিন্তু কেউ কখনও খারাপ বলতে পারেননি। বরং, সকলেই ওর মধ্যে বুদ্ধিদীপ্ত ছাপ খুঁজে পান, এই গভীর বোধশক্তি মিলিয়ে তৈরি হয়েছে আজকের ঋদ্ধি সেন।”

আরও পড়ুনঃ ‘বাস্তব জীবনে যশ-নুসরতের আড়ি? নিখিলকে ছেড়ে যশের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন! হঠাৎই সমাজ মাধ্যমে একে অপরকে আনফলো করলেন যশ- নুসরত! তবে কি ভাঙছে সম্পর্ক? হইচই টলিপাড়ায়!

তার চলার পথে মা-বাবার অবদান যে কতখানি তা স্পষ্ট তাঁর মা’র প্রতিটি কথায়। তাঁদের ভালোবাসা, সমর্থন আর নির্ভরতার ছায়াতেই বড় হয়ে উঠেছেন ঋদ্ধি। জন্মদিনে মায়ের এই অনুভব যেন আরও একবার বুঝিয়ে দিল, ঋদ্ধি শুধু এক জন সফল অভিনেতা নয়, একজন আদরের সন্তানও। এই ভালোবাসার জোরেই হয়তো ঋদ্ধি আজ এক প্রতিষ্ঠিত নাম, আর আগামী দিনেও সে পথচলা চলবে মায়ের আশীর্বাদে ভর করেই।