সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আড়ি’ (Aari) ছবিতে একসঙ্গে হাজির হয়েছিলেন টলিউডের অন্যতম চর্চিত জুটি ‘যশ দাশগুপ্ত’ (Yash Dasgupta) এবং ‘নুসরত জাহান’ (Nusrat Jahan)। হাতে হাত ধরে ছবির প্রচারে অংশ নেওয়া থেকে শুরু করে সম্পর্ক টিকিয়ে রাখার নানা টিপস পেয়েছিলেন প্রবীণ অভিনেত্রী ‘মৌসুমী চট্টোপাধ্যায়’ (Moushumi Chatterjee) এর থেকে। সেই সময় দেখে বোঝার উপায় ছিল না, কয়েক দিনের মধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে এমন এক গুঞ্জন ছড়াবে টলিপাড়ায়।
কিন্তু সময়ের সঙ্গে পালটে যাচ্ছে সবকিছুই, আর সেই কারণেই এখন জল্পনার কেন্দ্রে যশ-নুসরতের ব্যক্তিগত জীবন। টলিপাড়ার অন্দরের খবর দূরত্ব বেড়েছে দুজনের মধ্যে। উল্লেখ্য যশ ও নুসরতের সম্পর্কের শুরু থেকেই ঘিরে ছিল বিতর্ক। নিখিল জৈনের সঙ্গে নুসরতের বিবাহবিচ্ছেদ, ছেলের জন্ম, সামাজিক স্বীকৃতি, প্রতিটি ধাপে একের পর এক কটাক্ষ আর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যশ-নুসরতকে।
এতোকিছুর পরেও তাঁরা বরাবরই একে অপরের পাশে থেকেছেন, অন্তত বাইরের জগতে তাঁদের সস্পর্ক এমনটাই ছিল। কিন্তু এখনকার পরিস্থিতি অন্য ইঙ্গিত দিচ্ছে বলেই মত অনেকের। নতুন করে এই আলোচনা আরও উসকে দিয়েছে যশের একটি ইনস্টাগ্রাম স্টোরি। সেখানে লেখা, “শেষে তোমার পাশে একমাত্র তোমাকেই থাকতে হবে।” এই কথাই যেন নানা প্রশ্ন তুলে দিচ্ছে অনুরাগীদের মনে।
পোস্টটি ব্যক্তিগত জীবনের দিকে ইঙ্গিত করছে কি না, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। অন্যদিকে নুসরতও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর ছেলে ঈশানের একটি ছবি। ঠিক এরই পরে যশও ভাগ করে নেন তাঁর প্রথম পক্ষের ছেলের সাথে একটি ছবি। দুজনের এই আলাদা পোস্টই যেন আরও একবার ব্যক্তিগত দূরত্বের ইঙ্গিতকে জোরালো করে দিল। এই জল্পনা আরও শক্ত হয়েছে দুজনের ইনস্টাগ্রাম প্রোফাইলের পরিবর্তন ঘিরে।
আরও পড়ুনঃ মোহনার সঙ্গে বিয়ের প্ল্যান করেছিল আদি! মোহনার চিঠি অবাক করে দিল শুভকে! তবে, কি বিনা দোষে শুভ আদিকে ভুল বুঝবে? কি পদক্ষেপ নিতে চলেছে শুভলক্ষী?
এদিন দেখা গেছে সমাজ মাধ্যমে যশ এবং নুসরত পরস্পরকে ‘আনফলো’ করেছেন। তাঁদের লক্ষ লক্ষ অনুরাগীদের নজরে পড়তেই এই পরিবর্তন, এখন টলিপাড়ার অন্দরে গুঞ্জন উঠেছে, তবে কি ভাঙনের পথে এই সম্পর্ক? তবে এই মুহুর্তে যশ কিংবা নুসরত, কেউই এই সম্পর্ক ভাঙনের জল্পনা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু সমাজ মাধ্যমের পোস্টের আড়ালের ইঙ্গিত আর আচমকা এইসব পরিবর্তন মিলিয়ে তৈরি হয়েছে জল্পনার ঝড়।