আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা জিতু কমল। ‘এরাও মানুষ’ ছবির শ্যুটিং চলাকালীন ধান্যকুড়িয়ায় হঠাৎই বুকে ব্যথা ও কাঁপুনি দিয়ে জ্বর আসে তাঁর। সঙ্গে সঙ্গেই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আগের থেকে কিছুটা সুস্থ আছেন বলে জানা গিয়েছে। অভিনেতার এই অসুস্থতার খবর পেয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসও।
একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে নবনীতা বলেন, “আমার ইচ্ছে করছে জিতুকে দেখতে যেতে। তবে ওর পরিবার ও ঘনিষ্ঠরা এখন নিশ্চয়ই ওর পাশে আছেন। সেখানে আমার উপস্থিতি কতটা মানানসই হবে, সেটা নিয়েও ভাবছি। শুধুমাত্র উপস্থিতি জানানোর জন্য আমি যাব না। যদি যাই, একজন অসুস্থ মানুষকে দেখার জন্যই যাব। তবে আমার মনে হয়, এই মুহূর্তে ওর আমার কোনও সাহায্যের প্রয়োজন হবে না।”

প্রাক্তন স্ত্রী আরও জানান, “ওর পরিবারের কারও সঙ্গে এখনও কথা হয়নি। তবে একবার ফোন করে কেমন আছে সেটা জানব। আমাদের এখন আর রোজ কথা হয় না, কিন্তু সৌজন্যবোধটা এখনও আছে। জিতুর অসুস্থতার খবর শুনে খারাপ লেগেছে। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।”
জিতুকে দেখতে যাওয়া নিয়ে প্রশ্ন উঠতেই নবনীতার সোজা জবাব, “এটা খুবই ব্যক্তিগত বিষয়। আমাকে দেখলে ওর ভাল লাগবে কিনা, সেটা একমাত্র ও জানে। আমি সেটা নিয়ে ভাবছি না। শুধু চাই, ও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক।”
আরও পড়ুনঃ “এখন সিনেমা নয়, বিক্রি হচ্ছে জনপ্রিয়তা! বুক মাই শো পর্যন্ত কেনা যাচ্ছে”— টলিউডের ‘নোংরা রাজনীতি’ ফাঁস করলেন কৌশিক ব্যানার্জি! বুক মাই শো থেকে শুরু করে দেব-কুনালের সম্পর্ক— একের পর এক বি’স্ফো’রক দাবি অভিনেতার, কি জানালেন তিনি?
প্রসঙ্গত, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনেতা জিতু কমলের সঙ্গে অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়। সহ-অভিনেতার অসুস্থতার খবর জানার পর তিনি ইনস্টাগ্রামে লেখেন, “আমার সহশিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।” বর্তমানে অভিনেতার চিকিৎসা চলছে চিকিৎসক সৌরেন পাঁজার তত্ত্বাবধানে, এবং তিনি ধীরে ধীরে সুস্থতার পথে।






