বিনোদন জগত বাইরে থেকে দেখতে যতই ঝলমলে হোক, ভেতরে কিন্তু চলছে অন্য খেলা। আলো ঝলমলে ক্যামেরা আর তারকার হাসির আড়ালে লুকিয়ে থাকে অনেক তিক্ততা, মনোমালিন্য আর রাজনীতির টানাপোড়েন। এই জগতের বাইরের দর্শকরা যতটা গ্ল্যামার দেখতে পান, বাস্তবে অভিনেতা-অভিনেত্রীরা ততটাই লড়াই করে চলেন নিজের জায়গা বাঁচাতে। এবার সেই অন্দরের ছবিটাই সামনে আনলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়।
প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে কৌশিক বন্দ্যোপাধ্যায় টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে তুলেছেন। একাধিক বাংলা ছবিতে তাঁকে দেখা গিয়েছে নেগেটিভ চরিত্রে, আর সেই অভিনয়ই তাঁকে এনে দিয়েছে দর্শকদের ভালোবাসা। সিনেমার খলনায়ক হয়েও তিনি হয়ে উঠেছেন পর্দার অন্যতম আদৃত মুখ। বাংলা ছবির ভিলেন মানেই দর্শকরা আজও তাঁর নামই মনে করেন।
সম্প্রতি তিনি মুখ খুলেছেন বাংলা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। তাঁর দাবি— “আগে বুক মাই শো (BookMyShow)-এর রেটিং দেখে বুঝতাম কোন সিনেমা কেমন চলছে। এখন আর বিশ্বাস হয় না।” কারণ হিসেবে তিনি জানান, প্রযোজকরা নিজের ছবিকে হিট দেখাতে রেটিং পর্যন্ত কিনে নিচ্ছেন। বাস্তবে ছবি ফ্লপ হলেও, পর্দায় সেটা ‘সুপারহিট’ হয়ে উঠছে। অর্থাৎ দর্শকদের সামনে যে সাফল্য দেখানো হচ্ছে, তার বড় অংশই আসলে সাজানো খেলা।
কৌশিকের মতে, এখন সিনেমার গুণমান নয়, বরং কোন তারকার ফ্যানবেস কেমন, সেটার ওপরই নির্ভর করছে রিভিউ। সোশ্যাল মিডিয়ায় ছবির গল্প ভালো না হলেও, বড় তারকা থাকলেই সেটাকে ‘হিট’ বলা হচ্ছে। তিনি বলেন, “এখন আর সিনেমার কনটেন্ট নয়, জনপ্রিয়তাই মাপছে সফলতা।” এই বক্তব্যে টলিউডের অনেকেই চুপ থাকলেও, দর্শক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।
আরও পড়ুনঃ “যেটা বলি করব না সেটাই হয়, আমি আপাতত রাজনীতিতে নেই, কিন্তু ভবিষ্যৎ কেউ বলতে পারেনা…”— শুভশ্রীর মন্তব্যে জল্পনা তুঙ্গে! অভিনেত্রীর রাজনীতিতে আসা শুধু সময়ের অপেক্ষা? স্বামী রাজের দলে যোগ নয়, তবে বিরোধী শিবিরেই কি নাম লেখাবেন তিনি? ইঙ্গিত দিলেন ‘লেডি সুপারস্টার’!
দেব ও কুনালের সাম্প্রতিক মতবিরোধ নিয়েও মুখ খোলেন কৌশিক। তাঁর স্পষ্ট মত, “দু’জনেই একই রাজনৈতিক দলে, সেখান থেকে ঝামেলা ঠিক নয়।” অভিনেতা হিসেবে দেবকে তিনি সম্মান দেন, তবে কুনালকে উদ্দেশ্য করে বলেন, “ওর বক্তব্য দেখে মনে হয় না ও রোজ সিনেমা দেখে।” যদিও তিনি পরিষ্কার করে জানান, কুনালের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভালো, তবে সিনেমা নিয়ে তাঁর মন্তব্য গ্রহণযোগ্য নয়।






