নতুন বছর শুরু হতে না হতেই একঝাঁক নতুন কাজ আসছে দর্শকদের জন্য। সকলকে খুশি করতে, সকলের মনোরঞ্জনের জন্য বিনোদনের বন্দোবস্ত করবেন কলাকুশলীরা। খুব শীঘ্রই দর্শকদের জন্য পর্দায় আসছে রহস্য বাঁধা গল্প রাজবাড়ির রহস্য। এই গল্প আপনাদের ভালো লাগতে বাধ্য। কোথায় কবে দেখা যাবে? আসুন জেনে নেওয়া যাক।
পর্দায় আসছে নতুন গল্প রাজবাড়ির রহস্য!
এমনিতেই টেলিভিশন পর্দা এবং সিনেমা পর্দায় বেশ কিছু নতুন কাজ নতুন বছরের শুরু থেকেই দেখা যাবে বলে জানা যাচ্ছে।জনপ্রিয় নায়ক ও নায়িকারা এক ঝাঁক নতুন প্রজেক্ট নিয়ে আসবেন আপনাদের জন্য। তবে পরিচিত মুখের আড়ালে অনেক নবাগত অভিনেতা, অভিনেত্রীদের কাজও দর্শকদের মন জয় করে নেবে এই নতুন বছরে।
সম্প্রতি শুভম ঘোষ প্রোডাকশন হাউজের তরফে নতুন একটি কাজের টিজার প্রকাশ্যে এসেছে। যেখানে এক ঝলকে দেখা যাচ্ছে জমজমাট রহস্যে বাঁধা গল্প। এই নতুন কাজ হল রাজবাড়ির রহস্য। এই রহস্য গল্পের পরতে পরতে লুকিয়ে রয়েছে চমক।
এমনিতেই রহস্য রোমাঞ্চ গল্পের প্রতি দর্শকদের টান থাকে আলাদাই। তবে সেই গল্পের হাত ধরে বিশেষ কোন উত্তর রাখা হবে দর্শকদের জন্য। আপনারা যারা রহস্য গল্পের প্রতি আগ্রহী, তাঁরা অবশ্যই এই সিনেমাটি দেখবেন। পরিবারের সঙ্গে এই সিনেমা দেখতে পারেন। নিঃসন্দেহে সিনেমাটি আপনাদের ভালো লাগবে।
আরও পড়ুনঃ ডিভোর্সের পর জনপ্রিয় এই নায়িকার জীবনে শুরু নতুন ইনিংস! কার প্রেমে পড়লেন পর্দার সুধাময়ী?
এই ছবির পরিচালক শুভম ঘোষ ও সহ পরিচালক অঙ্কন অধিকারী। ছবির টিজার মুক্তির পরেই আগ্রহ বেড়েছে দর্শকদের। গল্পে শেষমেষ কি হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন সবাই। নতুন বছর পড়তেই নতুন কাজের খবর দিয়েছে, শুভম ঘোষ প্রোডাকশন হাউজ। আপনারাও এই গল্প কিন্তু মিস করবেন না।