‘দীর্ঘ সময় পর টেলিভিশনে কাজ পেয়েছি, নাটকের জন্য কোন‌ও সরকারি হল পাচ্ছি না! কেউ না কেউ তো কলকাঠি নাড়ছে বুঝতে পারছি!’ কম রোজগার, কম সুযোগ আর ভবিষ্যৎ অনিশ্চয়তা ঘিরে ধরেছে অভিনেত্রী নিবেদিতা মুখোপাধ্যায়কে

বাংলা নাট্যমহলে হঠাৎই চাঞ্চল্য। অভিনেত্রী নিবেদিতা মুখোপাধ্যায় জানিয়েই দিলেন তিনি আর থিয়েটারে কাজ করবেন না। বহু বছরের অভিনয়, অসংখ্য মঞ্চসাফল্য আর দর্শকের ভালোবাসা সত্ত্বেও এমন সিদ্ধান্ত কেন নিতে হল তাঁকে, সেই প্রশ্নই এখন নাট্যপ্রেমীদের মনে।

নিবেদিতা দীর্ঘদিন ধরে যুক্ত ‘চেতনা’ থিয়েটার গ্রুপের সঙ্গে। সুজন মুখোপাধ্যায়ের নির্দেশনায় ‘মহাত্মা বনাম গান্ধী’ নাটকে কস্তুরবার চরিত্রে তাঁর অভিনয় সমালোচক থেকে দর্শক সকলের প্রশংসা কুড়িয়েছিল। জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সম্প্রতি সরকারি মঞ্চে নাটক দেখানোর সুযোগ মিলছে না বলে দাবি তাঁর। তিনি জানান শহরে সরকারি হল থাকলেও নানা অজুহাতে তাঁদের নাটক সেখানে মঞ্চস্থ করতে দেওয়া হচ্ছে না। তাঁর কথা অনুযায়ী মনে হচ্ছে যেন ভিতরে কোথাও কেউ এই সিদ্ধান্তে প্রভাব ফেলছে।

অভিনেত্রীর ক্ষোভ আরও গভীর। তাঁর মতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিরিয়াল এবং সিনেমাকে অগ্রাধিকার দিলেও থিয়েটারের গুরুত্ব অনেকটাই কম। ফলে নতুন প্রজন্মেও থিয়েটারের প্রতি আগ্রহ কমে গিয়েছে। কম রোজগার, কম সুযোগ আর ভবিষ্যৎ অনিশ্চয়তা অনেক শিল্পীকেই অন্য মাধ্যমে কাজ করতে বাধ্য করছে বলে অভিমত তাঁর।

সংগতভাবেই এই পরিস্থিতি তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। নিবেদিতার দাবি আরজি কর হাসপাতালের ঘটনার সময় সরব হওয়ার পর দীর্ঘ সময় তাঁর হাতে কোনও কাজই আসেনি। প্রায় এক বছর পর অবশেষে তিনি ধারাবাহিকের কাজ পেলেও সিনেমায় এখনও জায়গা পাননি। তিনি মনে করেন শিল্পীদের কথা বলাও যেন শাস্তিযোগ্য অপরাধ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ মাত্র ২৫ এই চলে গেছেন তিনি! তিন বছর পরেও তাঁর না থাকার গভীর শূন্যতা সবদিকে! কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার বাবা-মা?

সব মিলিয়ে ব্যথা, হতাশা আর অভিমানেই থিয়েটার ছাড়ার সিদ্ধান্ত। যদিও তাঁর ভক্তদের আশা সময় বদলাবে আর একদিন হয়তো মঞ্চে ফিরবেন নিবেদিতা নিজের পরিচিত আলো নিয়ে।

You cannot copy content of this page