টলিপাড়ায় নীরব বিচ্ছেদ, খাতায় কলমে আলাদা হল জয়জিৎ ও শ্রেয়ার পথ

ডিসেম্বর মানেই শহরের আলো ঝলমল, প্রেমের উষ্ণতা আর নতুন শুরুর স্বপ্ন। কিন্তু সেই একই ডিসেম্বরই কখনও কখনও এনে দেয় শেষ অধ্যায়। টলিপাড়ার অন্দরমহলে ঠিক তেমনই এক নীরব সিদ্ধান্তের কথা এখন শোনা যাচ্ছে। বহুদিনের দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়া বন্দ্যোপাধ্যায়। কোনও প্রকাশ্য নাটক নয়, কোনও অভিযোগের বন্যা নয়, নিঃশব্দেই তাঁরা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।

এই সম্পর্ক যে বেশ কিছুদিন ধরেই টালমাটাল ছিল, সেই ইঙ্গিত অবশ্য নতুন নয়। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস চলছিল, কিন্তু প্রকাশ্যে কেউই কিছু বলেননি। দুজনেই ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত ছিলেন। তাই বিচ্ছেদের সিদ্ধান্তও এসেছে চুপিসারে। ডিসেম্বরেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে খবর। সম্পর্ক ভাঙলেও সম্মান আর নীরবতার দেওয়াল অক্ষুণ্ণ রাখতেই সচেষ্ট ছিলেন তাঁরা।

দাম্পত্যের ভাঙনের মাঝেও সন্তানের দায়িত্বকে প্রাধান্য দিয়েছেন জয়জিৎ ও শ্রেয়া। ছেলে আপাতত বাবার কাছেই রয়েছে। বছর শেষে বাবা ও ছেলেকে নিয়ে একসঙ্গে ভ্রমণেও গিয়েছেন জয়জিৎ। অন্যদিকে শ্রেয়া নিজের কর্মজীবনে ব্যস্ত। একটি নামী মিউজিক সংস্থার উচ্চপদে কর্মরত তিনি। ব্যক্তিগত জীবনের ঝড় সামলেও নিজের পেশাগত জায়গা শক্ত রেখেছেন শ্রেয়া।

বিচ্ছেদের কারণ নিয়ে যদিও স্পষ্ট করে কিছুই বলেননি কেউ, তবু প্রশ্ন উঠেছেই। পরকীয়ার গুঞ্জন ঘুরেছে দুজনকে ঘিরেই। কখনও জয়জিতের নাম জড়িয়েছে এক উঠতি মডেলের সঙ্গে, আবার কখনও শ্রেয়ার সঙ্গে এক জনপ্রিয় গায়কের সম্পর্কের কথা শোনা গিয়েছে। তবে এসব নিয়ে কোনও পক্ষই প্রকাশ্যে মুখ খোলেননি, ফলে সবটাই রয়ে গিয়েছে জল্পনার স্তরে।

আরও পড়ুনঃ নতুন বছরেই রুপোলি পর্দায় ইনিংস শুরু করছেন ছোটপর্দার ‘গুড্ডি’! আরাত্রিকা ও দিব্যানীর পর, বড়পর্দায় অভিষেক শ্যামৌপ্তি মুদলির! বিপরীতে নায়ক কে?

এর আগে এক সাক্ষাৎকারে দাম্পত্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে জয়জিৎ শুধু বলেছিলেন, তিনি বিবাহিত। সুখী কি না জানতে চাওয়া হলে মৃদু হেসে এড়িয়ে গিয়েছিলেন উত্তর। সেই নীরবতাই যেন আজ অনেক কিছু বলে দেয়। দীর্ঘদিনের সম্পর্কের পরিসমাপ্তি ঘটলেও কোনও অভিযোগ নয়, কোনও কাদা ছোড়াছুড়ি নয়। ঝড়ের গভীরেও স্তব্ধতা সঙ্গী করেই নতুন জীবনের পথে পা বাড়াচ্ছেন জয়জিৎ ও শ্রেয়া।

You cannot copy content of this page