আলাদা হয়েছে বাড়ি! নুসরতের শর্ত মানেননি যশ? গোপন নজরদারির জেরে সম্পর্ক ভাঙনের মুখে!

তারকাদের ব্যক্তিগত জীবন মানেই চর্চার কেন্দ্রবিন্দু। আর যদি সেই তারকারা হন জনপ্রিয় যুগল, তবে তো কথাই নেই। তাঁদের এক একটি ইনস্টাগ্রাম পোস্টও হয়ে ওঠে খবর। এমনই এক যুগল হলেন অভিনেতা যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। দীর্ঘদিনের সম্পর্ক, সন্তান, ঘোরাঘুরি—সব মিলিয়ে তাঁদের গল্প ছিল যেন রূপকথার মতো। কিন্তু হঠাৎ করেই বদলে যাচ্ছে ছবিটা?

সম্প্রতি যশ এবং নুসরতের একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে—সব ঠিক আছে তো? যেখানে এক সময় তাঁদের একসঙ্গে ঘুরতে যাওয়া, পার্টি, ছেলেকে নিয়ে সময় কাটানো ছবি ভাইরাল হত, সেখানে এখন তাঁরা আলাদা আলাদা জায়গায় ছুটি কাটাচ্ছেন। যশ থাইল্যান্ডে ছেলেকে নিয়ে, নুসরত উত্তরবঙ্গে ঈশানের সঙ্গে। সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা—তবে কি তাঁরা সত্যিই আলাদা হচ্ছেন?

তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিগুলিতে ইঙ্গিতপূর্ণ বার্তা, একাকীত্বের ছবি, এবং একে অপরের অনুপস্থিতি আরও বাড়িয়েছে দর্শকদের সন্দেহ। ঘনিষ্ঠ সূত্র বলছে, ডিসেম্বর মাস থেকেই তাঁরা নাকি আলাদা থাকছেন। যশ ফিরে গিয়েছেন তাঁর পুরনো ফ্ল্যাটে আর নুসরত রয়েছেন পাম আভিনিউয়ের নিজস্ব ফ্ল্যাটে। যদিও কাজের ব্যস্ততা দেখিয়ে তাঁরা একসঙ্গে থাকছেন না বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তবু সত্যিই কি সেটাই কারণ?

টলিপাড়ায় শোনা যাচ্ছে, এই দূরত্বের নেপথ্যে রয়েছে আরও গভীর কারণ। জানা গিয়েছে, যশ যখন মুম্বইয়ে কাজ করছিলেন, তখন নুসরত নাকি তাঁর উপর গুপ্তচর বসিয়েছিলেন। প্রাক্তন সম্পর্ক নিয়ে যশের কিছু পদক্ষেপ ঘিরেই নাকি শুরু হয়েছিল অশান্তি। ঘনিষ্ঠ মহলের দাবি, একসঙ্গে থাকার জন্য যশকে কিছু শর্ত দিয়েছিলেন নুসরত, যা মানতে রাজি হননি অভিনেতা। এখান থেকেই তাঁদের মধ্যে তৈরি হয় দূরত্ব।

আরও পড়ুনঃ বুবলাইকে মন থেকে মুছে ফেলতে চায় কমলিনী! এদিকে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে স্বতন্ত্র! তবে, কি নতুন যাবে না তাঁর বৌঠানের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে? 

এই মুহূর্তে যশ ও নুসরত দু’জনেই এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তাঁদের সোশ্যাল মিডিয়াতেও কোনও স্পষ্ট উত্তর নেই। শুধু একের পর এক পোস্ট আর দূরত্বের চিহ্ন থেকেই আঁচ করা যাচ্ছে সম্পর্কের টানাপড়েন। তাঁদের ঘনিষ্ঠ সূত্র যা বলছে তা সত্যি হলে, তবে কি জনপ্রিয় এই যুগলের সম্পর্ক ভাঙনের পথে? নাকি সাময়িক মনোমালিন্যই শুধু? এই প্রশ্নের উত্তর খুঁজছেন তাঁদের অনুরাগীরা।

You cannot copy content of this page