মা সরস্বতীর সামনে বসে ছবি তুলে বিতর্ক, মায়ের মুখ ঝাপসা থাকায় ফের ট্রোলের মুখে নুসরত

ট্রোল আর কটাক্ষ যেন নুসরত জাহানের নিত্যসঙ্গী। সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা পোস্ট করলেই নেটিজেনদের একাংশ তাঁকে আক্রমণ করতে ছাড়েন না। তবে এসব সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ নায়িকা। নিজের মতো করে বাঁচতেই পছন্দ করেন তিনি। মুসলিম হয়েও সব ধর্মের উৎসবে অংশ নেওয়ার জন্য আগেও বহুবার কটাক্ষের শিকার হয়েছেন নুসরত।

এবার সরস্বতী পুজোর দিনে ছবি পোস্ট করেই ফের বিতর্কে জড়ালেন তিনি। নুসরত ও যশের বন্ধু শ্রেয়া পাণ্ডের বাড়িতে প্রতিবছরের মতো বড় করে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। সেই পুজোয় অংশ নিতে গিয়েছিলেন যশ, নুসরত ও তাঁদের ছেলে ঈশান। তিনজনেই হলুদ রঙের পোশাকে সেজেছিলেন। নুসরত পরেছিলেন হলুদ শাড়ি এবং পরিবারের সঙ্গে একাধিক ছবি তুলেছিলেন।

তবে সেই ছবিগুলিতে সরস্বতী মায়ের মুখ ঝাপসা ছিল এবং ঠাকুরকে পিছনে রেখেই ছবি তোলা হয়েছিল। এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই শুরু হয় সমালোচনা। হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের একাংশই নুসরতকে কটাক্ষ করতে থাকেন। কেউ ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন, কেউ আবার ঠাকুরের সামনে ছবি তোলার নিয়ম নিয়ে আপত্তি জানান।

নেটিজেনদের মন্তব্য ছিল কড়া ভাষায়। কেউ লেখেন, ঠাকুরের মুখ ঝাপসা করে ছবি তোলা কেন, আবার কেউ প্রশ্ন তোলেন নুসরত আসলে কোন ধর্ম মানেন। এমনকি কটূক্তি করতেও পিছপা হননি অনেকে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঘিরে দ্রুত ছড়িয়ে পড়ে বিতর্ক।

আরও পড়ুনঃ ‘মুখের উপর ‘না’ বলতে আমার একটুও ভাবতে হয় না!’ ঘ’নিষ্ঠ দৃশ্যে আপত্তিতে হাতছাড়া একাধিক কাজ, তবুও আত্মমর্যাদায় অনড়! বাবার আর্থিক লড়াই থেকে মায়ের লাল শাড়ি, জীবনের অজানা অধ্যায় তুলে ধরলেন বাসবদত্তা চ্যাটার্জি!

এই সব ট্রোলের কোনও জবাব দেননি নুসরত। আগেও জন্মাষ্টমী, দুর্গাপুজোর সিঁদুর খেলা বা অন্যান্য উৎসব ঘিরে তাঁকে ট্রোলের মুখে পড়তে হয়েছে। নুসরত বারবার জানিয়েছেন, তিনি সব ধর্মকে সমান সম্মান করেন। ঈদে যেমন রোজা রাখেন, তেমনি দুর্গাপুজোয় অঞ্জলি দেন আর সরস্বতী পুজোয় ভোগ খান। এই মুহূর্তে যশ ও নুসরত বড়পর্দায় না থাকলেও নিজেদের প্রযোজনা সংস্থার নতুন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

You cannot copy content of this page