সৃজিতের ছবি থেকে হঠাৎ বাদ পড়লেন সোহিনী! আসছেন মিমি? কুনালের সঙ্গে ঝামেলা নাকি আর জি কর আন্দোলনে প্রতিবাদের মুখ হতেই বাদ পড়লেন অভিনেত্রী?

সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র নিয়ে শুরু থেকেই উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিষিদ্ধ হওয়া বই পথের দাবি এবং সেই সময়কার আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই ছবি। প্রথমে জানা গিয়েছিল, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। কিন্তু নতুন খবর বলছে, তিনি আর থাকছেন না ছবিতে, আর তাঁর জায়গা নিতে পারেন মিমি চক্রবর্তী।

শিল্পী বদলের কারণ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। কেউ বলছেন ব্যক্তিগত কারণ, আবার কেউ বলছেন চরিত্র নিয়ে অভ্যন্তরীণ আপত্তির জেরে সরে দাঁড়িয়েছেন সোহিনী। বিষয়টির সত্যতা যাচাই করতে বেসরকারি সংবাদমাধ্যম-এর তরফে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ফোনে যোগাযোগ করা হলেও তাঁরা সাড়া দেননি। ফলে জল্পনা আরও বেড়েছে।

ছবিটি প্রথমে ২০২৬ সালের মে মাসে মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু স্ক্রিনিং সংক্রান্ত নতুন নিয়মের কারণে তা আর সম্ভব হচ্ছে না। কবে মুক্তি পাবে চূড়ান্তভাবে ঠিক হয়নি এখনও। তবে জানুয়ারি থেকে শুটিং শুরু করার কথা রয়েছে। ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে আলাদা কৌতূহল তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে।

শরৎচন্দ্রের চরিত্রে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী, আর সব্যসাচীর চরিত্রে থাকছেন আবির চট্টোপাধ্যায়। পাশাপাশি রুদ্রনীল ঘোষ, সত্যম ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, দিব্যাণী মণ্ডল সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন। উল্লেখ্য, শরৎচন্দ্রের পথের দাবি নিয়ে এর আগেও বাংলা ছবিতে কাজ হয়েছে— ১৯৭৭ সালে পীযূষ বসুর সব্যসাচী ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন উত্তম কুমার।

আরও পড়ুনঃ ‘পর্দায় অভিনয় করা সহজ, কিন্তু বাস্তব অতটা সহজ নয়! মায়ের জীবনে নতুন মানুষ এলে মানিয়ে নিতে পারব কি না জানি না’ অকপট অভিনেত্রী রুক্মিণী

এদিকে বড়দিনে মুক্তি পাচ্ছে সৃজিত পরিচালিত আরেক ছবি লহ গৌরাঙ্গের নাম রে। এই ছবিতে শ্রীচৈতন্যদেবের অন্তর্ধান রহস্য, বিনোদিনীর লেখা চৈতন্যলীলা, এবং বর্তমান সময়— তিনটি সময়কে একসঙ্গে তুলে ধরছেন পরিচালক। চৈতন্যদেবের চরিত্রে দিব্যজ্যোতি দত্ত এবং বিনোদিনীর ভূমিকায় থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে থাকছেন ইশা সাহা, ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনগুপ্ত।