পরিবারের রয়েছেন দুই রত্ন। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দুইজনই তাঁদের সময়কালের সেরা অভিনেতা হিসেবে প্রমাণিত করেছেন নিজেদেরকে। সেই পরিবারেরই মেয়ে পল্লবী চট্টোপাধ্যায়। তবুও নেপোটিজমের আড়ালেও ঠিক বিশেষভাবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে যেতে পারলেন না তিনি। কেনো? এক সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে উত্তর দিলেন খোদ অভিনেত্রী।
ইন্ডাস্ট্রিতে আসার কোনও ইচ্ছেই ছিল না পল্লবীর। নায়িকার মতে তাঁর জীবনের সবচেয়ে বড়ো সেটব্যাক তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন। তিনি যে সময়ে ইন্ডাস্ট্রিতে আসেন সেই সময়ে তিনজন বড়ো নায়ক চিরঞ্জিত, প্রসেনজিৎ এবং তাপস পাল শাসন করছেন টলিউড। তবে চিরঞ্জিৎ বলতেন তিনি কী করে মাকুর বিপরীতে থাকবেন? তিনি পল্লবীকে কোলে করে ঘুরিয়েছেন। ব্যাস চিরঞ্জিতের সঙ্গে জুটি আর হল না। দ্বিতীয় দাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি হওয়া সম্ভব ছিল না। আর বাকি তাপস পাল যিনি বরাবর গ্রামের ছেলের সাধারণ ছেলের চরিত্রে অভিনয় করতেন।
এদিকে অনেকেই আবার প্রসেনজিতের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলেছেন। এই নিয়ে মুখ খুললেন পল্লবী চট্টোপাধ্যায়। তিনি বলেন তিনি জানেন কারা বলেন এমন কথা। আর যাঁরা বলেন এককথায় নাকি বোকা বোকা কথা বলেন।