দারুণ সুখবর! নতুন বছরে পরমব্রত-পিয়ার জীবনে নতুন সদস্য! সুখবর ভাগ করে নিলেন পিয়া!

প্রাক্তন স্বামী অনুপম রায়ের সঙ্গে বিচ্ছেদের পর নতুন জীবন শুরু করেছিলেন সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নতুন করে ভালোবাসার স্বাদ পান তিনি। পরমব্রত, যিনি বহু বছর ধরে বাংলা চলচ্চিত্র জগতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন, তিনিও পিয়ার সঙ্গে এক নতুন জীবন শুরু করেন। তাঁদের সম্পর্কের এক বছরও পেরোয়নি, এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ পোস্ট করে সবাইকে চমকে দেন পিয়া।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্ট করেন পিয়া, যা দেখে নেটিজেনদের মনে নানা প্রশ্ন জাগে। পোস্টের ইঙ্গিতপূর্ণ ভাষা দেখে অনেকেই ভাবতে শুরু করেন, তবে কি খুব শীঘ্রই তাঁদের পরিবারে নতুন কোনো অতিথি আসতে চলেছে? অনেকে কৌতূহলী মন্তব্যও করেন, যা নিয়ে আলোচনা শুরু হয় অনলাইনে।

এরপরই জানা যায়, তাঁদের জীবনে সত্যিই নতুন একজন সদস্য এসেছে, তবে সেটা কোনো মানবশিশু নয়, বরং এক ছোট্ট বিড়ালছানা! নিজের অফিসের সামনে এক অসহায় বিড়ালছানাকে পড়ে থাকতে দেখেন পিয়া। তার প্রতি মমতা জন্মায় এবং তিনি তাকে নিজের কাছে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। এরপর থেকেই সেই ছোট্ট প্রাণীটি তাঁদের পরিবারের নতুন সদস্য হয়ে ওঠে।

পিয়া ও পরমব্রত দুজনেই পশুপ্রেমী, তাই বিড়ালছানাটিকে সাদরে গ্রহণ করেন। পিয়া সোশ্যাল মিডিয়ায় বিড়ালছানাটির বেশ কয়েকটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায়, সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে বা আদর নিচ্ছে। ছবিগুলি দেখে অনুরাগীরা খুশি হন এবং তাঁদের এই নতুন সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন। অনেকেই শুভেচ্ছা জানান এবং প্রশংসা করেন পিয়ার এই মানবিক কাজের জন্য।

আরও পড়ুনঃ “ভালোবাসা থাকলে আলাদা কোন‌ও দিন হয় না, আমাদের রোজ ভ্যালেন্টাইন্স ডে” প্রেমের দিবসে অকপট রাজ-শুভশ্রী!

এদিকে, পরমব্রত ও পিয়া তাঁদের নতুন সঙ্গীকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। বিড়ালছানার আগমনে তাঁদের জীবন আরও আনন্দময় হয়ে উঠেছে। পিয়া জানিয়েছেন, তিনি ছোট থেকেই পশুদের প্রতি ভালোবাসা অনুভব করেন এবং এই বিড়ালছানার যত্ন নিতে পেরে অত্যন্ত খুশি। ভবিষ্যতে আরও পশুদের আশ্রয় দেওয়ার ইচ্ছার কথাও জানান তিনি। তাঁদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রাণীপ্রেমীদের অনুপ্রাণিত করবে।