সরস্বতী পুজোয় বিশেষ চমক অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। বহু প্রতীক্ষিত ছবি ‘ডক্টর বক্সী’র টিজারে গীতার শ্লোক ও ক্ষুরধার অভিনয় দিয়েই চমকে দেন এই নায়ক। সপ্তাশ্ব বসুর পরিচালনায় এই সিনেমায় একাধিক অভিনেতা অভিনেত্রীদের দেখতে পাওয়া যাবে। শনিবার প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক।
সেই টিজারের শুরু হচ্ছে পরমব্রতর মুখে উচ্চারিত গিটার শ্লোক দিয়ে। তবে তাঁকে দেখা যাবে একজন চিকিৎসকের ভূমিকায়। এর আগে ট্রেলার দেখা গিয়েছিল এই সিনেমার। তবে টিজারে পুরোটাই দেখা গিয়েছে অভিনেতাকে।
এক ধরনের মেডিক্যাল থ্রিলার হয়েছে এই সিনেমা। চিকিৎসকরা নাকি ঈশ্বরের রূপ। কিন্তু একশ্রেণীর চিকিৎসকেরা শুধুমাত্র রোজগারের জন্য ক্ষমতার ও পেশার খারাপ ব্যবহার করেন। তাঁদের বিরুদ্ধে লড়াই উঠে আসবে সিনেমায়।
এদিকে নায়কের মুখে স্পষ্ট গীতার শ্লোক শুনে অবাক সোশ্যাল মিডিয়া ব্যবহাকারীরা। এত পরিষ্কার ও শুদ্ধ সেই উচ্চারণ যে যে কেউ কেঁপে উঠবেন সেই আওয়াজ শুনে।
দুর্গাপুর ধ’র্ষণ কান্ডে মুখ্যমন্ত্রীর ‘রাত ৮টা’ মন্তব্যে ক্ষোভ টলিপাড়ায়, সোশ্যাল মাধ্যমে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ঋদ্ধি-ঋত্বিক-রুদ্রনীলের