আহির-পিলুর হঠাৎ বিয়ে!স্টার জলসার বাহামণির গল্প আবার ফিরে আসছে নতুন করে? বিরক্ত দর্শকরা!

জি বাংলার নতুন ধারাবাহিক পিলু শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। অভিনেতা গৌরব রায় চৌধুরি এবং নতুন মুখ মেঘা দাঁ মুখ্য ভূমিকায় রয়েছে। তবে প্রথম দিকে গান কে কেন্দ্র করে তৈরি হওয়া এই গল্প নাকি এবার বাহামনি ধারাবাহিকের দিকেই এগোচ্ছে বলে মত নেটিজেনদের।

পুরুলিয়ার গ্রাম থেকে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে গল্পের নায়িকা পিলু চন্দননগরের সুরমণ্ডল নামের এক বাড়িতে আসে। তাকে এই বাড়িতে নিয়ে আসে গল্পের নায়ক আহির।

এদিকে সুরমণ্ডলের গুরুজি মেয়েই আসলে পিলু। আবার ওই বাড়িতেই নাকি গুরুজির আরেক বউ এবং মেয়ে থাকে। গুরুজিও জানে না পিলুই নাকি তাঁর অন্য মেয়ে। এইভাবেই “পিলু” ধারাবাহিকের গল্প শুরু হলেও এখন আবার গল্পের মোড় একটু যেনো কোথাও অন্য দিকে ইঙ্গিত দিচ্ছে।

পিলুকে ফিরিয়ে আনতে আহির গ্রামে যেতে পরব উৎসবের দিন ঘটনাচক্রে মালা বদল হয়ে যায় পিলু ও আহিরের এবং সিঁদুর ছিটকে পিলুর মাথায় পড়ে।

এর থেকেই অনেকেই মনে করছেন যে ‘ইষ্টি কুটুম’ এর পুরনো স্মৃতি ফিরে আছে। ঠিক একইরকমভাবে এক গ্রাম্য পরিবেশে বাহামণির সঙ্গে বিয়ে হয়েছিল নায়ক অর্চিষ্মান ওরফে ঋষি কৌশিকের। এর ফলে বাধ্য হয়ে বাহাকে বাড়ি আনতে হয়েছিল নায়ককে।

You cannot copy content of this page