“আমার ছেলে বড়লোক না হলেও চলবে, ছোট’লোক না হয়ে মানুষ হোক শুধু!” বিচ্ছেদের পর একক মাতৃত্ব, ছেলে ওসকে নিয়ে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের আবেগঘন বার্তা! প্রক্তনকে ইঙ্গিত করেই কি এই খোঁচা অভিনেত্রীর?

বিনোদন দুনিয়ায় সিঙ্গেল মাদার মানেই শুধুই লড়াই নয়, দায়িত্ব আর ভালোবাসার এক কঠিন সমীকরণ। পর্দার ঝলকানি আর বাস্তব জীবনের চাপ—এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে বহু অভিনেত্রীই আজ একা হাতে সন্তান মানুষ করছেন। কখনও শুটিংয়ের ব্যস্ততা, কখনও সমাজের প্রশ্ন—সব সামলে নিজেদের মতো করে পথ তৈরি করছেন তাঁরা। সেই তালিকায় টলিউডের এক পরিচিত মুখ পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।

বাংলা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের চেনা নাম পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। তবে অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি তাঁর জীবনের আরেকটি অধ্যায় বারবার আলোচনায় এসেছে—অভিনেতা ও তৃণমূল কংগ্রেস বিধায়ক কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী হিসেবে। দাম্পত্যে টানাপড়েন, অশান্তি এবং শেষ পর্যন্ত বিচ্ছেদের পর বর্তমানে একমাত্র ছেলেকে নিয়েই তাঁর জীবন। কাজের ব্যস্ততার মাঝেই ছেলেকে আগলে রাখাই এখন পিঙ্কির সবচেয়ে বড় দায়িত্ব।

২০২১ সালে কাঞ্চন, পিঙ্কি এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে ঘিরে টলিপাড়ায় তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। পরকীয়ার অভিযোগ থেকে শুরু করে আইনি লড়াই—সব মিলিয়ে ব্যক্তিগত জীবন তখন প্রকাশ্য চর্চার বিষয়। সেই সময় পেরিয়ে আজ পিঙ্কি নিজের মতো করে নতুন করে জীবন গুছিয়েছেন।

সম্প্রতি সংবাদমাধ্যমে নিজের ছেলে ওসকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী জানান, ওস বয়সে ছোট হলেও মানসিকভাবে খুবই পরিণত। যখন তাকে জিজ্ঞেস করা হয়, খেলা না পড়াশোনার মধ্যে কোনটা বেশি ভালো লাগে, ওস এক কথায় উত্তর দেয়—“মুভিং লাইফ”। অর্থাৎ জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পিঙ্কির মতে, এই উত্তরই প্রমাণ করে দেয় কতটা বাস্তববাদী হয়ে উঠছে তার ছেলে। ছোট বয়সেই সে বুঝে ফেলেছে, জীবন মানে শুধুই আনন্দ নয়, দায়িত্বও।

আরও পড়ুনঃ ‘শুধু গান নয়, রাজনীতির সুরেও ক্লান্ত!’ যেখানে প্রতিভা নয়, ক্ষমতা চলে সেখানে থাকতে চাননি অরিজিৎ সিং! প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর আড়ালে আছে অদৃশ্য চাপ? ইন্ডাস্ট্রির লবি কি ধীরে ধীরে সরিয়ে দিল তাঁকে?

এই প্রসঙ্গেই সিঙ্গেল মাদার হিসেবে নিজের অনুভূতির কথা ভাগ করে নেন পিঙ্কি। অভিনেত্রী বলেন, বাইরে বেরিয়ে কাজ করা, সংসার সামলানো আর মানসিক চাপ—সব কিছু যদি একটা বাচ্চা বুঝে নিতে পারে, তার থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। ওস সেই জায়গায় ভীষণ আন্ডারস্ট্যান্ডিং। পিঙ্কির স্পষ্ট বক্তব্য, তাঁর একটাই স্বপ্ন—ছেলে বড় হয়ে যেন শুধু সফল নয়, ভালো মানুষও হয়। অভিনেত্রীর কথায়, “আমার ছেলে বড় হয়ে বড়লোক হোক বা না হোক, কিন্তু ছোটলোক যেন না হয়। ও যেন মানুষের মতো মানুষ হয়।” একজন সিঙ্গেল ওয়ার্কিং মাদারের লড়াইয়ের মাঝেই যেন এই কথাগুলো হয়ে উঠেছে পিঙ্কির জীবনের আসল দর্শন।

You cannot copy content of this page