“এখনকার বাচ্চাদের কিছু শেখাতে হয় না, তারা নিজেরাই বোঝে কোনটা করা উচিত”— পুত্র তৃষাণজিতের অভিনয় প্রস্তুতি নিয়ে অবশেষে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! কবে বড় পর্দায় আসছে মিশুক, জানালেন বাবা নিজেই!

বাংলা চলচ্চিত্রের জগৎ বা টলিউড (Tollywood) মানেই এক রঙিন দুনিয়া—যেখানে একদিকে ইতিহাস, অন্যদিকে আধুনিকতার মেলবন্ধন ঘটে। এই ইন্ডাস্ট্রির রূপকথা গড়ে উঠেছে বহু তারকার হাত ধরে। সেই তারকাদের মধ্যে কিছু নাম শুধু জনপ্রিয় নয়, বরং একপ্রজন্মের অনুপ্রেরণা। টলিউডের এমনই এক অমূল্য সম্পদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমার প্রথম সারিতে রয়েছেন প্রসেনজিৎ। দর্শকের ভালোবাসা আর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে এক আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছেন। বাণিজ্যিক হোক বা অফবিট, প্রতিটি চরিত্রে তার অভিনয় দক্ষতা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তার স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ও অভিনয়ের জগতে নিজের জায়গা তৈরি করেছেন। বলতে গেলে, অভিনয় যেন এই পরিবারের রক্তে মিশে আছে।

প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ছিলেন জনপ্রিয় অভিনেতা, বোন পল্লবীও অভিনয় করেছেন। এই দীর্ঘ অভিনয় ঐতিহ্যের ধারাবাহিকতায় এখন সকলের চোখ তাঁদের পরবর্তী প্রজন্মের দিকে অর্থাৎ প্রসেনজিৎপুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের দিকে।

তৃষাণজিৎ এখনও সিনেমায় ডেবিউ করেননি, কিন্তু ইতিমধ্যেই তার নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা। তিনি কখন সিনেমায় আসছেন, সেই প্রশ্নের জবাবে প্রসেনজিৎ জানিয়েছেন—“ও কখনো মুম্বইতে থাকে, কখনো কলকাতায়। নিজেকে অভিনয়ের জন্য তৈরি করছে। নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। অনুপম খেরের কাছে অভিনয়ের তালিম নিয়েছে কিন্তু জানিনা কবে আসছে।”

আরও পড়ুনঃ “আমি মাকে সোনার হার গিফট করেছি, দিয়ে দাও লাইভ ফুটেজ সবাই দেখুক!” “এত বড় কথা? পুজো করছ, না লোক দেখানোর প্রতিযোগিতায় নেমেছ!” “অহংকার পতনের কারণ, অহংকারকারীদের থেকে মা কিছু নেন না বরং সব কেড়ে নেন।”— নেট পাড়ায় ক’টাক্ষের শিকার অভিনেত্রী!

প্রসেনজিৎ আরও জানান, “আমি কিছুই প্ল্যান করছি না ওকে নিয়ে। তবে প্রস্তুতির জন্য যা যা করা উচিত, বাবা হিসেবে করছি।” তার মতে, “এখনকার বাচ্চাদের কিছু শেখাতে হয় না, তারা নিজেরাই বোঝে কোনটা করা উচিত।” তাই বোঝাই যাচ্ছে, সময় এলেই বিনোদন জগতে পদার্পণ করবে তৃষাণজিৎ!

You cannot copy content of this page