নতুন বছরে অনুরাগের ছোঁয়ার পর একেবারে নতুন রূপে ছোটপর্দায় ফিরছেন রাহুল মজুমদার! নতুন ধারাবাহিকে অভিনেতার বিপরীতে দেখা যাবে কাকে? কবে থেকে শুরু সম্প্রচার?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া আচমকা শেষ হয়ে যাওয়ায় মন খারাপ হয়েছিল বহু দর্শকেরই। এই ধারাবাহিকেই আদিত্য চরিত্রে নতুনভাবে নজর কাড়েন রাহুল মজুমদার। অল্প সময়ের মধ্যেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল তাঁর অভিনয়। ধারাবাহিক বন্ধ হলেও রাহুলকে মিস করা থামেনি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে শোনা যাচ্ছে। নতুন বছরে একেবারে নতুন চরিত্রে তাঁকে ফিরতে দেখা যাবে।

খবর অনুযায়ী স্টার জলসার পর এবার জি বাংলার পর্দায় নায়ক হিসেবে ফিরছেন রাহুল। শোনা যাচ্ছে এক নতুন ধারাবাহিকের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই প্রোজেক্টে তাঁকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন লুকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক ছেলের চরিত্রে অভিনয় করবেন তিনি। পোশাক ভাবভঙ্গি আর জীবনযাপনে থাকবে বাস্তবতার ছাপ যা আগে দর্শকরা রাহুলের ক্ষেত্রে খুব একটা দেখেননি।

অনুরাগের ছোঁয়ায় যে স্মার্ট এবং আধুনিক আদিত্যকে দর্শকরা দেখেছিলেন এবার তার একেবারে উল্টো রূপে হাজির হবেন রাহুল। এই নতুন চ্যালেঞ্জকে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস তুঙ্গে। যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে রাহুল নিজে এখনও মুখ খুলতে রাজি নন। তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর বলছে বছরের শুরুতেই এই ধারাবাহিক সম্প্রচারিত হতে পারে।

এর আগে খুকুমণি হোম ডেলিভারি হরগৌরী পাইস হোটেল কিংবা অনুরাগের ছোঁয়া প্রতিটি ধারাবাহিকেই আলাদা আলাদা চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন রাহুল। একঘেয়ে ইমেজে আটকে না থেকে বারবার নিজেকে ভেঙে গড়ার চেষ্টাই তাঁকে আলাদা করে তুলেছে। সেই কারণেই প্রতিবারই দর্শকদের ভালবাসা পেয়েছেন তিনি।

আরও পড়ুনঃ “মেয়ে দুটোর জন্য, এখন কাজ পাওয়াটা খুব দরকার”— যমজ সন্তানের ভবিষ্যতের দুশ্চিন্তায়, ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ ও ‘বোঝে না সে বোঝে না’ খ্যাত দেবময় মুখোপাধ্যায়! এত অভিজ্ঞতার পরেও, কাজ না পাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন অভিনেতা!

সবচেয়ে বড় চমক হলো এই নতুন ধারাবাহিকে রাহুলের বিপরীতে দেখা যাবে এক নতুন নায়িকাকে। অর্থাৎ দর্শক পেতে চলেছেন একেবারে নতুন জুটি। যদিও সেই নায়িকার নাম এখনও গোপন রাখা হয়েছে। তবে রাহুলের সঙ্গে এর আগে যাঁরাই জুটি বেঁধেছেন দর্শকরা তাঁদের পছন্দ করেছেন। এবার নতুন জুটি কীভাবে মন জয় করে নেয় সেটাই এখন দেখার।

You cannot copy content of this page