স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ান (Uraan) ইতিমধ্যেই শেষ হয়েছে, তবে দর্শকদের মনে গভীর ছাপ ফেলে গেছে। ধারাবাহিকে অভিনয় করেছেন ‘প্রতীক সেন’ (Pratik Sen) আর ‘রত্নপ্রিয়া দাস’ (Ratnapriya Das), যথাক্রমে মহারাজ এবং পূজারিণী চরিত্রে। দুজনের জুটিকে দর্শক বেশ পছন্দ করেছিলেন, এমনকি টিআরপি তালিকাতেও ভালো ফল করেছিল ধারাবাহিকটি। প্রতীক সেন বরাবরই সবার পছন্দের একজন অভিনেতা, কিন্তু নবাগতা রত্নপ্রিয়া প্রথম ধারাবাহিকেই নজর কেড়েছে সবার।
ধারাবাহিকটি আচমকা শেষ হয়ে যাওয়াতে, দর্শকদের ক্ষোভের মুখে পড়তে হয় চ্যানেল কর্তৃপক্ষকে। দর্শকদের দাবি গল্প এখনো অনেক বাকি ছিল, এমন করে শেষ করে দেওয়া উচিত হয়নি। আবার রত্নাপ্রিয়া আর প্রতীকে একসাথে দেখতে চেয়েছেন দর্শকেরা। তবে এই জনপ্রিয়তা আর দর্শকদের ভালোবাসা লাভের পর শিল্পীরা তাঁদের আরও কাছাকাছি যেতে স্টেজ শো করে থাকেন।
এদিন রত্নপ্রিয়াও এমনই একটি শো তে অংশ নিয়েছিলেন। যেখানে কিছু ব্যাক্তি তাঁকে অনুরোধ করে ভোজপুরি গান গাইতে। তৎক্ষণাৎ অভিনেত্রী উত্তর দিয়ে বসেন, যে তিনি ওই ভাষায় জানেন না তো গান কি করে গাইবেন। দর্শকদের রোষের মুখে যাতে না পড়েন তিনি তাই সঞ্চালক মধ্যস্থতা করতে বলেন, ওটা বুঝতে পারেনি যে তিনি বাঙালি তাই আরেকবার পরিচিতি দিতে। সেই মতন রত্নপ্রিয়া নিজের পরিচয় আবারও দেন।
তবে এই ভিডিও সমাজ মাধ্যমে আসতেই নেটিজেনদের একাংশ রত্নপ্রিয়ার পক্ষ না নিয়ে বরং তাঁকেই দোষ দিচ্ছেন! কেউ কেউ বলেছেন, “আমি নিজেকে বাঙালি অভিনেত্রী বলেন, কিন্তু স্টেজে উঠলে আপনি শুধু শিল্পী তাই টাকা যেমন নিয়েছেন তেমন তাঁদেরটা শুনতেই হবে।” আবার কেউ কেউ বলেছেন, “আপনি বাঙালি হতেই পারেন, তবে দেশের অন্য ভাষাকে নাক সিঁটকে ছোট করার অধিকার আপনার নেই।”
আরও পড়ুনঃ ব্যাকগ্রাউন্ডে তুষারপাত, কিন্তু আদৃত-মোহনার প্রেমে গ্রীষ্মকাল! পিছনে জ্যাকেট পড়ে লোকজন, সামনে স্লিভলেসে মোহনা! গৃহপ্রবেশে গরিবের গ্রাফিক্স আর ঋতু পরিবর্তনের বহর দেখে হেসে খুন নেটিজেনরা!
আবার কেউ পক্ষ নিয়েও বলেছেন,”আপনি যখন স্টেজ শো তে যাচ্ছেন তখন জানা উচিত সেখানের মানুষেরা কেমন, শুধু টাকার জন্য নিজেকে আর হাসির খোরাক বানাবেন না।” আবার অনেকেই বলেছেন, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যারা স্টেজ শোতে অংশ নেন তাদের উচিৎ বাংলা ছাড়াও অন্য ভাষা শিখে রাখা। আপনাদের কি মতামত? জানাতে ভুলবেন না কিন্তু।