“আমি কোনোদিন ধর্ম দেখে বন্ধুত্ব করিনি” সায়কের সঙ্গে তার সম্পর্কের মূল ভিত্তি ধর্ম নয় মানবিকতার! বিশ্বাস আর ভালোবাসাই তাদের সত্যিকারের বন্ধুত্বের চাবিকাঠি! অকপট রিয়াজ

ধর্ম নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। মাঝেমধ্যেই দেখা যায়, উৎসবের আবহে একশ্রেণির মানুষ অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনকে টেনে এনে নানা মন্তব্য করেন। বিশেষত যখন একজন মুসলিম শিল্পী অন্য ধর্মের উৎসবে অংশ নেন, তখনই ওঠে কটাক্ষের ঝড়। এবার সেই পরিস্থিতির শিকার হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও ইউটিউবার রিয়াজ লস্কর। তবে ট্রোলিংয়ের মুখে চুপ থাকেননি তিনি, বরং নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।

সম্প্রতি রিয়াজের একটি পোস্টে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, অভিনেতা নাকি হিন্দু বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে গিয়ে নিজের পরিচয় ভুলে যাচ্ছেন। সেই নেটিজেনের দাবি, প্রত্যেকের উচিত নিজের বিশ্বাস ও পরিচয়ের মর্যাদা রক্ষা করা। এমনকি তিনি সতর্ক করে দেন, একদিন নাকি নিজের সত্তার কাছেই জবাবদিহি করতে হবে রিয়াজকে।

এমন কটাক্ষে চুপ না থেকে রিয়াজ পাল্টা মন্তব্য করেন। তিনি স্পষ্টভাবে লিখেছেন— “আমি কোনোদিন ধর্ম দেখে বন্ধুত্ব করিনি। একজন মানুষের ভালো আত্মা থাকাই যথেষ্ট, ধর্ম নয়।” পাশাপাশি তিনি আরও জানান, “আমার ধর্ম আমার কাছে, তাদের ধর্ম তাদের কাছে। বন্ধুত্বের মধ্যে ধর্ম কেন দেখব? আমি নিজের সীমা জানি।” তাঁর এই বক্তব্য ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শুধু অভিনয় নয়, ব্যক্তিগত জীবনকেও ইউটিউব ভ্লগের মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন রিয়াজ। সেখানে দেখা যায়, নিয়মিত শুক্রবারের নামাজে অংশ নিতে মসজিদে যাচ্ছেন তিনি। আবার ইদের সময়ে নিজের বাড়িতে উৎসবের আনন্দ ভাগ করে নেন বন্ধুদের সঙ্গে। এমনকি টলিউডের অভিনেতা সায়ক চক্রবর্তী তার বাড়ির ইদের অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন। তাই তাকে নিয়ে এই ধরনের অভিযোগকে অনেকেই অযৌক্তিক বলে মনে করছেন।

আরও পড়ুনঃ “শুভশ্রীর সঙ্গে ছিলাম মাত্র ৪ বছর, রুক্মিণীর সঙ্গে ১২ বছর!” শুভশ্রীকে প্রতি কথায় অপমান করেন কেন? ‘বুড়ো ভাম, অন্যকে ছোট করার আগে নিজের দিকে তাকান!’ ‘শুভশ্রী আজ সফল, তোমরা শুধু সহ’বাস করেই যাও!’– দেবকে কড়া ভাষায় নিন্দা ভক্তদের!

কাজের দিক থেকে বর্তমানে রিয়াজ অভিনয় করছেন জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা-য়, যেখানে তিনি মল্লার চরিত্রে অভিনয় করছেন। এর আগে গাঁটছড়া ধারাবাহিক দিয়ে ছোটপর্দায় অভিনয় শুরু করেছিলেন তিনি। পরে বউ চুরি নামের ধারাবাহিকেও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। ধীরে ধীরে অভিনয়জগতে নিজের অবস্থান পাকা করে নিচ্ছেন এই তরুণ অভিনেতা।

You cannot copy content of this page