টলিউডের জনপ্রিয় মুখ রুকমা রায় ‘কিরণমালা’ ধারাবাহিকের মাধ্যমে প্রথম দর্শকদের মনে জায়গা করে নেন। এরপর একে একে বেশ কয়েকটি জনপ্রিয় সিরিজ ও ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কিছুদিন কাজ থেকে একটু বিরতি নিয়ে আবার ফিরে এসেছেন ‘এসআইটি বেঙ্গল’-এর হাত ধরে। সেখানে তাঁর চরিত্র ‘রোমি ডিসুজা’ – এক সাহসী ও আত্মনির্ভর পুলিশ অফিসার, যিনি অপরাধের বিরুদ্ধে লড়াই করেন।
দীর্ঘ শুটিংয়ের ব্যস্ততার পর পুজোর ছুটিতে বিশ্রাম নিতে বিদেশে ঘুরতে যান রুকমা। গন্তব্য ছিল থাইল্যান্ড। শুরুতে আবহাওয়া ছিল একদম পরিষ্কার, আর তিনিও বেশ উপভোগ করছিলেন সমুদ্রতটের সৌন্দর্য। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই ভয়ে পরিণত হয় যখন ক্র্যাবির রেলওয়ে বিচে হঠাৎ প্রবল ঝড় ওঠে। রুকমা জানান, “বোটে উঠেই দেখি সমুদ্র হঠাৎ উত্তাল হয়ে উঠেছে, ভয় পেয়ে গিয়েছিলাম।”
হাওয়া ও ঢেউয়ের তীব্রতায় বোট দুলতে শুরু করে, যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সবাই জীবন নিয়ে আশঙ্কায় ছিলেন। কিছুক্ষণ পর আবহাওয়া কিছুটা শান্ত হলে বোটটি নিরাপদে তীরে ফিরতে সক্ষম হয়। সেই মুহূর্তের ভয় ও উত্তেজনা এখনও ভুলতে পারেননি রুকমা রায়।
অভিনেত্রী জানান, এই ঘটনাটি তাঁকে জীবনের প্রতি আরও কৃতজ্ঞ করেছে। তিনি বলেন, “মুহূর্তের মধ্যেই কীভাবে সবকিছু বদলে যেতে পারে, সেটা বুঝেছিলাম তখন।” দেশে ফিরে আসার পর রুকমা এই অভিজ্ঞতা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যেখানে ভক্তরাও তাঁকে শুভেচ্ছা জানান।
আরও পড়ুনঃ ‘এবার বাজারে লেবু বিক্রি করব’ চরম আর্থিক অনটনে দিন কাটছে টলিপাড়ার একাধিক অভিনেতার! এবার কী সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য?
অভিনয়ের পাশাপাশি এখন রুকমা শুরু করেছেন নিজের নতুন ব্যবসা। পুজোর আগেই তিনি লঞ্চ করেছেন তাঁর শাড়ির ব্র্যান্ড ‘ফেমে’। শাড়ির প্রতি ভালোবাসা থেকেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। এখন সমানতালে সামলাচ্ছেন অভিনয় ও ব্যবসা — ঝড়ের ভয় পেরিয়ে যেন আরও দৃঢ় হয়েছেন রুকমা রায়।






