টলিউডে সম্পর্কের গুঞ্জন নতুন কিছু নয়। কিন্তু যখন সেই তালিকায় উঠে আসে পরিচিত মুখদের নাম, তখন কৌতূহলও বেড়ে যায় কয়েকগুণ। সম্প্রতি ঠিক এমনই আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী ‘দেবলীনা দত্ত’ (Debolina Dutta) এবং অভিনেতা ‘সৌম্য বন্দ্যোপাধ্যায়’ (Shoumo Banerjee)। দু’জনের বন্ধুত্ব বেশ পুরোনো হলেও, এখন সেই বন্ধুত্বটা কি একটু অন্যদিকে গড়াচ্ছে? অন্তত টলিপাড়ার গুঞ্জন বলছে তেমনই।
দেবলীনার ব্যক্তিগত জীবন নিয়ে আগেও নানা কথা হয়েছে। ২০১২ সালে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) সঙ্গে তাঁর বিয়ে হয়। প্রায় দশ বছর একসঙ্গে থাকার পর, ২০২১ সালে সম্পর্কের ইতি ঘটে। যদিও এখনো তাঁদের আইনি বিচ্ছেদ চূড়ান্ত হয়নি, তথাগত বর্তমানে রয়েছেন আলোকবর্ষা বোসের সঙ্গে সম্পর্কে। অন্যদিকে, সৌম্য বন্দ্যোপাধ্যায়ের জীবনেও এসেছে সম্পর্কের ভাঙন। অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে ভাঙার পর থেকে তিনি একাই আছেন।
ফলে, দেবলীনা ও সৌম্যের একসঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যাওয়া নতুন আলোচনার জন্ম দিচ্ছে। সাম্প্রতিক কালে বিভিন্ন পার্টি বা এমনকি দেবলীনার জন্মদিনেও দু’জনকে একসঙ্গে দেখা গেছে। সৌম্য যখন দেবলীনার ছবি শেয়ার করে তাঁকে “বেস্টি” বলে সম্বোধন করেন, তখন থেকেই জল্পনায় যেন নতুন মাত্রা যোগ হয়। দেবলীনার কথাতেও মাঝেমধ্যে ইঙ্গিত মেলে। একবার তিনি বলেছিলেন, “সত্যি কখনও চাপা থাকে না, একদিন না একদিন সামনে আসবেই।”
আবার কখনও অতীতের অভিজ্ঞতা টেনে বলেছেন, “প্রতিদিনই আমি নতুন কোনও ভালোবাসা আর অনুভব খুঁজি।” এই ধরণের কথাগুলোকে সাধারণ বন্ধুত্বের চেয়ে একটু বেশিই বলে মনে করেন অনেকেই। তবে সৌম্য এই বিষয়ে বরাবরই চুপ। মুখে কিছু না বললেও, তাঁর অভিব্যক্তি অনেক সময়ই বলেছে অনেক কথা। টলিপাড়ার অন্দরমহল থেকে সমাজ মাধ্যম, সব জায়গাতেই চলছে এই সম্পর্ক নিয়ে ফিসফাস।
আরও পড়ুনঃ দুই নারীর দ্ব’ন্দ্বে ভর করেই এগোচ্ছে গল্প, চরি’ত্রহনন আর অপ’মান— দর্শকের মতে সমাজে খারাপ প্রভাব ফেলছে স্টার জলসার ‘চিরসখা’! “সমাজে অ’পসংস্কৃতির বার্তা ছড়াচ্ছে!” “এসব কি সমাজে বিদ্বে’ষ ছড়াচ্ছে না?”— দর্শকের দাবি এবার বন্ধ হোক এই ধারাবাহিক!
আর তাতে ঘি ঢেলেছে তাঁদের নতুন প্রজেক্ট! পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের একটি বিজ্ঞাপনে প্রথমবার একসঙ্গে কাজ করছেন দেবলীনা আর সৌম্য। পর্দার এই নতুন জুটি বাস্তবেও কি নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে? নাকি সবটাই নিছক কাকতালীয়? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে, এইমুহুর্তে টলিপাড়ার দেবলীনা-সৌম্য যে অন্যতম আলোচিত নাম এটা নিশ্চিত।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।