কোম্পানির মালিক নাটকীয়ভাবে বেপাত্তা হয়ে গেলেন। এই পেছনে রয়েছে কোন ষড়যন্ত্র নাকি তাঁর স্বতপ্রণোদিত উদ্দেশ্য সেটা বোঝা যাচ্ছে না। বাকি কর্মীদের হাত নেই তো?
কিন্তু এখানে গায়ক রূপঙ্কর বাগচী কী করছেন? এ প্রশ্নের উত্তর মিলবে আগামী নাটক ‘চাঁদমারি’তে। এই নাটকে অভিনয় করছেন গায়ক রূপঙ্কর বাগচী। করোনার পর আবার মঞ্চে রূপঙ্করের নাটক দেখার পালা আগামী ২০ মার্চ।
এর আগে জেহাদ, হীরালাল বাওস্কোপ- এর মত সফল প্রযোজনার কাজ করেছে কৃষ্টি পড়ুয়া। সেই ঐতিহ্যকে মাথায় রেখেই আবার মঞ্চস্থ করতে চলেছে চাঁদমারি। পরিচালনায় রয়েছেন দেবদাস ঘোষ।
এ বিষয়ে গায়ক রূপঙ্কর বললেন লকডাউনের পর এই প্রথম নতুন প্রযোজনা নিয়ে আসছেন তিনি। এখানে তিনি রূপঙ্কর নন, চৈতালিও ভূমিকায় রয়েছেন। গল্পটি একটি সংস্থাকে নিয়ে। সংস্থার মালিক হঠাৎ করে হারিয়ে যান। তারপরেই কর্মীদের পারস্পরিক সম্পর্ক পাল্টাতে থাকে। বস কোথায় গেলেন? এসব প্রশ্নের উত্তর দেবে এই নাটক।
চৈতালি জানালেন তিনি এখানে প্রমীলার চরিত্রে অভিনয় করছেন। মাঝে অনেক দিন নাটকের কাজ করেননি তাই আবার মঞ্চে ফিরে এসে ভালো লাগছে তাঁর। পরিচালক এবং সহ-অভিনেতা দেবদাস বলেন এই নতুন প্রযোজনা কৃষ্টি পড়ুয়ার আগের প্রযোজনাগুলোর মতই ভালো হবে এমন অনুমান করছেন তিনি।