দুবাইতে একসঙ্গে সাহেব-সুস্মিতা! চলছে জমজমাট শপিং! বিয়ের পিঁড়িতে তবে কি শীঘ্রই বসতে চলেছেন তারকা জুটি?

টেলিপাড়ার অন্যতম চর্চিত জুটি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। পর্দায় রসায়ন যেমন মন কেড়েছে দর্শকের, ঠিক তেমনই পর্দার বাইরে তাঁদের বন্ধুত্ব–ঘনিষ্ঠতা নিয়েও জল্পনা যেন থামছে না। সম্প্রতি আবার নতুন করে চর্চার কেন্দ্রে এসেছেন দু’জনে, যখন শনিবার সকাল সকাল তাঁদের দেখা যায় কলকাতা বিমানবন্দরে।

‘কথা’ ধারাবাহিক থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সুস্মিতা। অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্য ও সরল ব্যবহার তাঁকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে দর্শকের কাছে। ক্যারিয়ারের প্রথম সাফল্যের পর থেকেই তিনি বিভিন্ন আলোচনায় থাকেন—কখনও অভিনয়, কখনও ব্যক্তিগত জীবন। সাহেবের জন্মদিনে তাঁর লেখা শুভেচ্ছাবার্তা আরও উসকে দেয় নেটিজেনদের কৌতূহল।

দু’জনের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় বহুদিন ধরেই গুঞ্জন চলছে। ‘ভালো বন্ধু’ বলেই এড়িয়ে গিয়েছেন তাঁরা, কিন্তু সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে দু’জনকে একসঙ্গে মিরর সেলফিতে। শনিবার তাঁদের কলকাতা বিমানবন্দরে দেখা যেতেই জল্পনা ফের তুঙ্গে। অনেকেই বলছিলেন—তাঁরা হয়তো ছুটি কাটাতে বা ব্যক্তিগত কোনও বিশেষ কারণে বিদেশযাত্রায় করছেন।

আরও পড়ুনঃ দীর্ঘ টানাপোড়েনের পর, ‘চিরদিনই তুমি যে আমার’-এর সেটে আবারও দিতিপ্রিয়া? বিকল্প কোনও অভিনেত্রী নয়, জিতুর পাশে অপর্ণা হিসেবেই থাকছেন তিনিই! অনিশ্চয়তা কাটিয়ে ধারাবাহিকের ভবিষ্যৎ এবার স্পষ্ট?

সব আলোচনা উড়িয়ে দিয়ে অবশেষে সাহেব নিজেই একটি রিলের মাধ্যমে জানিয়ে দিলেন—তাঁদের দুবাই-যাত্রার কারণ আসলে কোনও ব্যক্তিগত ভ্রমণ নয়। দুবাইতে অনুষ্ঠিত হতে চলা একটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভেলের অ্যাওয়ার্ড শো, যেখানে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও তাঁরা সিনেমায় কাজ করেন না, তবুও তাঁদের ধারাবাহিকের বিপুল জনপ্রিয়তার কারণেই আয়োজকদের তরফে বিশেষ নিমন্ত্রণ এসেছে।

রিলে আরও জানান সাহেব, দুবাই এসে শপিং করা নাকি অবশ্যক। তাই ফেস্টিভেল ঘিরে ব্যস্ততা থাকলেও, ফাঁক পেলেই শপিংয়ে বেরোচ্ছেন দু’জনে। আর এই ভিডিও সামনে আসতেই নেটিজেনদের কৌতূহল কিছুটা থেমেছে, কিন্তু জনপ্রিয় এই জুটিকে নিয়ে আলোচনার রেশ এখনও চলছে টলিপাড়ায়।

You cannot copy content of this page