গঙ্গা বক্ষে ভাসতে ভাসতে গান ধরলেন সায়নী ঘোষ! “দেখে তো মনে হচ্ছে ৩ নম্বর প্ল্যাটফর্মের বড় ভিখারি!”, “চটি চাটাদের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়!” গানের সুরে দর্শকদের মন জয় করতে গিয়ে নেটিজেনদের কাছে কটাক্ষ বিদ্ধ নেত্রী সায়নী ঘোষ!

বিনোদন জগত আর সমাজ মাধ্যম যেন এখন অবিচ্ছেদ্য। সিনেমা মুক্তি থেকে শুরু করে তারকাদের ব্যক্তিগত মুহূর্ত—সবই মুহূর্তের মধ্যে পৌঁছে যায় দর্শকের পর্দায়। তবে তার সঙ্গে আসে ট্রোলিং, সমালোচনা আর বিতর্ক। এবার সেই ট্রোলের নিশানায় পড়লেন অভিনেত্রী ও রাজনীতিবিদ সায়নী ঘোষ।

সায়নী ঘোষ দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র জগতে পরিচিত মুখ। তীক্ষ্ণ সংলাপ আর সাহসী চরিত্রে অভিনয়ের জন্য তিনি বরাবরই জনপ্রিয়। পরে তিনি যোগ দেন রাজনীতিতে। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তাঁর ভাবমূর্তি রাজনীতিতেও প্রশংসিত হয়েছিল। তবে অভিনেত্রী হিসেবে তাঁর নাম যেভাবে আলোচনায় আসে, রাজনীতির ময়দানে তা প্রায়ই বিতর্কের কেন্দ্রে পরিণত হয়।

তৃণমূল শিবিরের রাজনৈতিক মঞ্চে সক্রিয় থাকার পরও সায়নী শিল্পী সত্তাকে কখনও দমন করেননি। সেই ভাবনাকেই এবার প্রকাশ পেতে দেখা গেল গঙ্গার বুকে আয়োজিত এক অনুষ্ঠানে। কিন্তু রাজনীতি আর বিনোদনের এই মিশ্রণটাই যেন কিছু নেটিজেনের চোখে “অসমঞ্জস” বলে মনে হয়েছে।

আসন্ন বাংলা ছবি ‘লক্ষীকান্তপুর লোকাল’-এর সঙ্গীত উন্মোচন অনুষ্ঠানটি ছিল একেবারে অভিনব। সেখানেই সায়নী ঘোষ গলায় গান ধরেন। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইমন চক্রবর্তী ও মদন মিত্রর মতো বিশিষ্টরা। কিন্তু সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় শুরু হয় কটাক্ষের বন্যা।

আরও পড়ুনঃ “দিল্লিতে ধর্ষ’কও তো অনেক, তাদেরও নির্বীজ করা হবে?”— সুপ্রিম নির্দেশের পর পথকুকুরদের পক্ষ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন তথাগত-শ্রীলেখা!

“দেখে তো মনে হচ্ছে ৩ নম্বর প্ল্যাটফর্মের ভিখারি”, “রাস্তায় বসলে দু’টো পয়সা পেতেন”—এমন মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। কেউ কেউ আবার কটাক্ষ ছুড়েছেন রাজনৈতিক পরিচয় ঘিরেও। অনেকেই বলেছেন “চটি চাটাদের কাছ থেকে এর থেকে বেশি আর কিবা আশা করা যায়”। সায়নী অবশ্য এখনও চুপ। তবে এই ঘটনার মধ্যেই স্পষ্ট—বিনোদন ও রাজনীতির মিশেলে ট্রোলের মঞ্চ এখন আরও নির্মম হয়ে উঠছে।