টলিপাড়ায় প্রথম সম’কামী বিয়ে! গোপনে সাতপাকে বাঁধা পড়লেন ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী, টলিপাড়ায় নতুন ইতিহাস

সব আলোচনার আড়ালে, একেবারে নিঃশব্দে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টলিউডের ছোটপর্দার দুই পরিচিত অভিনেত্রী। কাকপক্ষীও যেন টের না পায়, সেই ভাবেই সারা হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। টলিউডে এর আগে সমকামী প্রেমের খবর সামনে এলেও, এই প্রথমবার দুই অভিনেত্রী বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বলে শোনা যাচ্ছে। আশ্চর্যের বিষয়, সমাজমাধ্যমে তাঁদের একসঙ্গে কোনও ছবিও নেই। শুধু মাঝে মাঝে একে অপরের পোস্টে ভালবাসার রিঅ্যাকশনই ছিল একমাত্র ইঙ্গিত, যা চোখ এড়িয়েছে প্রায় সবারই।

এই দুই অভিনেত্রীর মধ্যে একজনকে বর্তমানে দর্শকেরা দেখছেন একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে। পর্দায় তাঁর বয়স অনেকটা বেশি দেখানো হলেও বাস্তব জীবনে তিনি বেশ প্রাণবন্ত এবং আধুনিক মনোভাবাপন্ন। ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নিতে তিনি সমাজমাধ্যমে বেশ সক্রিয়। অন্যদিকে, অপর অভিনেত্রীকে কিছুদিন আগে দেখা গিয়েছিল একটি ধারাবাহিকে। পরে বড়পর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করলেও সেই ছবি প্রত্যাশিত সাফল্য পায়নি। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পরিচিত মডেল হিসেবেও কাজ করেন।

সূত্রের খবর, বিয়ের আয়োজন ছিল অত্যন্ত সীমিত পরিসরে। আমন্ত্রিত অতিথির সংখ্যা নাকি একশোরও কম। টলিউডের কয়েকজন ঘনিষ্ঠ অভিনেতা অভিনেত্রী উপস্থিত থাকলেও, পুরো অনুষ্ঠানে ছবি তোলা ছিল কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি যদি কেউ ছবি তোলেনও, তা সমাজমাধ্যমে পোস্ট না করার নির্দেশ ছিল। সব মিলিয়ে, নিজেদের ব্যক্তিগত মুহূর্তকে জনতার চোখের আড়ালেই রাখতে চেয়েছেন এই নবদম্পতি।

এই দুই অভিনেত্রীর মধ্যে একজনের অভিনয় জীবন তুলনামূলকভাবে নতুন হলেও, অন্যজন দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। অতীতে তাঁর সঙ্গে অন্য এক অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল, যার পরিণতি সুখকর ছিল না। তবে সেই অধ্যায় পেরিয়ে তিনি আবার নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি রয়েছে তাঁর নিজস্ব ব্যবসাও, যা নিয়ে তিনি বেশ সফল। সব দিক সামলে এবার জীবনের নতুন পথচলায় পা দিলেন তিনি।

আরও পড়ুনঃ “জল ভর্তি বোতল এলাও করাই উচিত নয় মাঠে” মেসি কান্ডে মন্তব্য রূপাঞ্জনা মিত্রের! ‘আপনার মতো হ্যাংলারা মেসিকে ঘিরে ধরেছিল, তাদেরও অ্যালাও করা উচিৎ হয়নি!’ ‘১০০০০ টাকা টিকিট কেটে মানুষ মেসিকে দেখতে গিয়েছিল, আপনাদের না!’ মেসি-কাণ্ডে পোস্ট করতেই নেটিজেনদের তীব্র কটা’ক্ষের মুখে অভিনেত্রী!

আজকের দিনে সমকামী প্রেম বা বিয়ে আর কোনও ব্যতিক্রমী বিষয় নয়। ভালবাসা মানে দুজন মানুষের একসঙ্গে ভাল থাকার ইচ্ছা, সেখানে লিঙ্গ বা সামাজিক পরিচয়ের সীমা নেই। টলিউডে এই বিয়ে নিঃসন্দেহে একটি নতুন দৃষ্টান্ত তৈরি করল। যদিও আপাতত তাঁরা নিজেরাই বিষয়টি প্রকাশ্যে আনতে চাইছেন না। তাঁদের ঘনিষ্ঠরা শুধু এটুকুই চান, পর্দার গল্পের মতোই বাস্তব জীবনেও তাঁরা চিরদিন একে অপরের পাশে থাকুন, ভালবাসায় ভরিয়ে তুলুন প্রতিটি দিন।