টলিউডের সেটেই জমিয়ে হল রথযাত্রা উৎসব, তারকারা টানলেন রথের রশি, হল প্রচুর আনন্দ

করোনা মানুষকে শারীরিকভাবে অসুস্থ করলেও, সামাজিক দিক থেকে বেঁধে রাখতে পারেনি। করোনা মহামারীর কারণে সমস্ত ধর্মীয় জমায়েত বন্ধের নির্দেশ রয়েছে সরকার থেকে। এদিকে রথযাত্রা উপলক্ষ্যে উৎসবে মাততে দেখা গেল ছোটপর্দার তারকাদের।

রথযাত্রার আবহে সেটেই রথের দড়ি টানলেন তারকারা। ‘কৃষ্ণকলি’ সহ ‘অপরাজিতা অপু’ ও ‘মিঠাই’ ধারাবাহিকে বিশেষভাবে আয়োজিত করা হল রথের অনুষ্ঠান।

রথযাত্রার এই বিশেষ পর্বে ‘অপরাজিতা অপু’র’ অপুকে দেখা যায় বুদ্ধি দিয়ে দুই পাড়ার মধ্যে বিবাদ মেটাতে। অপরদিকে রথযাত্রার মহাপর্বে, ‘মিঠাই’ ধারাবাহিকে মিঠাই এর বিয়ের কথা পারে দাদাই। এই পর্বের শুটিং বেশ ভালোই উপভোগ করেছেন তারকারা। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকেও আয়োজন করা হয় রথযাত্রার। ধারাবাহিকে রথযাত্রার উৎসবের আমেজ পৌঁছয় দর্শকদের কাছেও। ভার্চুয়ালি উৎসবের আনন্দে মাতলেন দর্শকরা।

You cannot copy content of this page