“সাবিত্রীদি-মাধবীদির মতো অকিঞ্চিতকর চরিত্র আমি করতে পারব না!” “কাজ নেই তাও ঠিক, তবু এতদিনে অর্জন করা সম্মান নষ্ট করবো না!”— স্পষ্ট বার্তা শকুন্তলা বড়ুয়ার! বর্তমান ধারাবাহিকে দুই সহ-অভিনেত্রীর চরিত্র নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন তিনি!

টলিউডে এইমুহুর্তে প্রবীণ অভিনেত্রীরা একে একে অভিনয় জগৎ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন। আবার ব্যতিক্রমও আছে সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো অভিনেত্রীরা। একদিকে, বাকি অভিনেত্রীরা যেখানে যুগের সঙ্গে তাল মেলাতে পারছেন না বলে সরে দাঁড়াচ্ছেন অভিনয় থেকে। সাবিত্রী চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রির প্রতি ক্ষোভ প্রকাশের পরিবর্তে নিজেকে যুগ উপযোগী গড়ে তোলাতে বিশ্বাস করেন। তাঁর কথা, অভিনয় থেকে দূরে সরে গেলে সবাই অস্তিত্বটাই ভুলে যাবে। তাই শেষ দিনও অভিনয় করতে চান।

এদিকে একসময়ে মহানায়কের সঙ্গে অভিনয় করা আরও এক বিখ্যাত অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া, এদিন ইন্ডাস্ট্রির বর্তমান চিত্র আরও নিজের অবস্থান নিয়ে খোলাখুলি কথা বললেন। উল্লেখ্য, শকুন্তলা উত্তমকুমারের নায়িকা নন, বরং বোনের ভূমিকায় বিশেষভাবে মনে রাখার মতো চরিত্রে অভিনয় করেছেন প্রতিবার। তবে থেকেই পথচলা শুরু তাঁর অভিনয়ে, দীর্ঘদিন পর আজও তিনি সমাজ জনপ্রিয় দর্শকদের কাছে। কিন্তু এখনকার ইন্ডাস্ট্রি নিয়ে যথেষ্ট অসন্তোষ রয়েছে তাঁর মনে।

তাঁর মতে, এক সময় যাঁদের সঙ্গে কাজ করেছেন, তাঁদের মতোই এখন তিনিও কাজের অভাবে ভুগছেন। তবে একটা বড় পার্থক্য আছে যে, অন্যদের মতো তিনি মেনে নিতে পারছেন না বর্তমান সময়ের কাজের ধরন। তাঁর কথায়, আজকের অনেক তরুণ অভিনেতা-অভিনেত্রীরা শুটিং ফ্লোরে এমনভাবে আচরণ করেন, যা একসময়ের নিয়মতান্ত্রিক পরিবেশে ভাবাই যেত না। মেকআপ রুমে সিগারেট খাওয়া থেকে শুরু করে জোরে ফোনে কথা বলা, এমনকি অভিনেত্রীরা নিজেদের ঘর পর্যন্ত ভাগ করতে চান না নবীন অভিনেত্রীদের সঙ্গে।

এইসব দেখে অস্বস্তি বোধ করেন শকুন্তলা। এই প্রসঙ্গে তাঁর সিনিয়র দুই অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এর মাধবী মুখোপাধ্যায় উদাহরণ টেনে আনেন শকুন্তলা। তিনি বলেন, সাবিত্রী বা মাধবীর মতো শুধুমাত্র মুখ দেখিয়ে থাকার চরিত্রে তিনি কখনও রাজি হবেন না। বরং যা করবেন, সেটি হতে হবে মানসম্মত। তিনি এটাও স্পষ্ট করে বলেছেন, “শুধু কাজের জন্য যে কোনও চরিত্র করতে পারব না। নিজের জায়গা তৈরি করতে যত বছর লেগেছে, তা নষ্ট করার মতো নিম্নমানের কাজ করতে রাজি নই।”

আরও পড়ুনঃ “মেরুদণ্ডহীন লোক, আপনাকে বাঙালি বলতে লজ্জা করে!” “না জেনেই যখন করেছেন, তবে এখন ফেরত দিন টাকাটা!”— কটাক্ষের শিকার শাশ্বত চট্টোপাধ্যায়! ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর বিশেষ প্রদর্শনীতে অনুপস্থিত! প্রশ্ন করতেই চোখে-মুখে অস্বস্তি, রেগে গেলেন তিনি!

প্রসঙ্গত, অতীতে বহু জনপ্রিয় ধারাবাহিকে দাপুটে চরিত্রে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে দজ্জাল শাশুড়ির ভূমিকায় তাঁর অভিনয় এখনও দর্শকদের মনে গেঁথে আছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, কারও দয়ায় টিকে নেই। সন্মান বিকিয়ে, শুধুমাত্র টাকার জন্য অভিনয় করতে নারাজ। তাঁর কথায়, “খারাপ মানের চরিত্রে অভিনয় করার চেয়ে সম্মানের সঙ্গে দূরে থাকা অনেক ভালো। গাড়ি করে ঘোরা থেকে এসি ঘরে থাকা— জীবনে প্রয়োজনীয় সবই আছে। এমন তো না যে খেতে পারছি না!” তাই আজকের দিনে তাঁর দাবি একটাই, ভালো কাজ হলে করবেন, না হলে নয়।