বদলে যাচ্ছেন চিরযুবতী দেবশ্রী,তার জায়গায় সর্বজয়াতে আসছেন এই অভিনেত্রী!

বাংলা ধারাবাহিক যে এখন শুধু বাংলা দর্শকরা দেখেন তা নয়, এর জনপ্রিয়তা বাংলা ছাড়িয়েও ছড়িয়ে পড়ছে অন্য রাজ্যে। সন্ধ্যে হলেই বাংলার পর্দায় একের পর এক ধারাবাহিকের ঢল নামে। এর মধ্যেই আবার ট্রেন্ড উঠেছে রিমেকের। সেই রিমেকে এবার শামিল বাংলা ধারাবাহিকগুলিও।

বাংলা ভাষার ধারাবাহিকের গল্প ধার করে তৈরি হচ্ছে অন্যান্য ভাষায় ধারাবাহিক। এর আগে ওড়িয়া ভাষায় রিমেক হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের। পাশাপাশি কৃষ্ণকলিরও রিমেক দেখা গেছে। এবার অন্য আরেক জনপ্রিয় ধারাবাহিক সর্বজয়া বাংলার সীমানা ছাড়িয়ে অন্য রাজ্যে প্রবেশ করেছে। ওড়িয়া ভাষায় তৈরি হচ্ছে রিমেক। এই ধারাবাহিকের প্রোমো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ভাষায় ধারাবাহিকের নাম ঠিক করা হয়েছে সর্বজিতা অনু। ওড়িয়া সর্বজয়ায় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অনু চৌধুরীকে। তিনি এই প্রথম মেগা সিরিয়ালে কাজ করবেন। অবিকল সর্বজয়ার গল্পের অনুকরণে তৈরি করা হয়েছে এই ধারাবাহিক।

সর্বজিতা অনু ধারাবাহিকে সকলের অনুরোধে অনু নৃত্য পরিবেশন করতে শুরু করলে, পরিবারের লোকেরা তাকে কটু মন্তব্য করে। সেই সময় সে পাশে পায় তার স্বামীকে। তবে প্রথম দিকে সর্বজয়া যে পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছিল এখন তা ধীরে ধীরে লোপ পাচ্ছে। এবার দেখার পালা সর্বজিত অনু ঠিক কতটা প্রভাব বিস্তার করতে পারে।

You cannot copy content of this page