প্রেম দিবস বলে কথা! হবু বরকে সারপ্রাইজ দিতে অসুস্থ শরীরে হাজির অভিনেত্রী শ্রুতি
গতকাল গেছে বিশ্বজুড়ে প্রেমিক-প্রেমিকাদের বিশেষ দিন ভ্যালেন্টাইন্স ডে। প্রেমের দিবসে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা দম্পতিরাও একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন কোনো না কোনোভাবে। বাদ যাননি টলিউড অভিনেত্রী শ্রুতি দাস। প্রেমের ক্ষেত্রে বয়স যে একটা সংখ্যা মাত্র সেটা তো আগেই প্রমাণ করেছিলেন অভিনেত্রী শ্রুতি এবং পরিচালক স্বর্ণেন্দু। এবার আবার শুরুতেই ও প্রমাণ করলেন যে শারীরিক অসুস্থতা বাধা হতে পারে না। দুজনের সম্পর্কের সত্যতা সামনে আসার পর থেকেই বারবার বিতর্কে জড়িয়েছেন এই নায়িকা। তবে সেইসব কি তোয়াক্কা না করেই প্রেম দিবস পালন করলেন তিনি।
দুদিন আউটস্টেশন ছিলেন নায়িকা। সবেমাত্র কলকাতা ফিরেছেন। আর এদিকে প্রেমিক রয়েছেন শান্তিনিকেতনে শুটিংয়ের জন্যে। ‘গৌরী এলো’ ধারাবাহিকের শুটিং চলছে সেখানে। আর এমন অবস্থায় প্রেমিককে সারপ্রাইজ দিতে নায়িকা নিজেই ছুটলেন শান্তিনিকেতনে। কলকাতা থেকে প্রায় চার ঘণ্টার যাত্রা করে অসুস্থ শরীরে হাজির হলেন সেখানে। সঙ্গে নিয়েছিলেন তাঁর ভাগ্নে এবং ননদকে। সময়ের অভাবে এবার আর উপহার কিনতে পারেননি শ্রুতি। তবে তিনি যেটা করেছেন তেমন উপহার কোন প্রেমিক মিস করতে চায়?
এদিকে শ্রুতির জন্মদিন ও প্রেম বার্ষিকী একই দিনে। বিগত দুবছর তাঁরা একসঙ্গে রয়েছেন এই প্রেমের সম্পর্কে। যাবতীয় বিতর্ক এবং সমালোচনাকে দূরে রেখে, নিন্দুকদের একদম পাত্তা না দিয়েই নায়িকা শ্রুতি দাস আশা করেন আগামী সবকটা প্রেম দিবস একসঙ্গে কাটাতে পারবেন তিনি তাঁর প্রেমিকের সঙ্গে।