ভারত নয় পাকিস্তানের জাতির জনক নাকি মহাত্মা গান্ধী! মন্তব্য করে বিতর্কে বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য!

বলিউডের জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য প্রায়শই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। কখনও শাহরুখ খান, কখনও সলমন খান— বলিউডের প্রথম সারির তারকাদের নিয়ে বিভিন্ন সময়ে তাঁর মন্তব্য নিয়ে আলোচনার ঝড় ওঠে। এবার সেই তালিকায় যুক্ত হল মহাত্মা গান্ধী। তাঁর সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক, যা শেষ পর্যন্ত আইনি জটেও গড়িয়েছে।

পিটিআই-এর প্রতিবেদনে জানা গিয়েছে, কিছুদিন আগে এক বক্তব্যে অভিজিৎ ভট্টাচার্য দাবি করেন, “গান্ধী ভারতের জাতির জনক নন, তিনি পাকিস্তানের জনক।” তাঁর এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

পুনের সমাজকর্মী মণীশ পাণ্ডে অভিজিতের এই মন্তব্যকে ‘অপমানজনক’ বলে অভিযোগ এনে থানায় এফআইআর দায়ের করেছেন। পুনের ডেকান-জিমখানা থানায় অভিযোগ দাখিল করে মণীশ জানিয়েছেন, “মহাত্মা গান্ধীর মতো জাতীয় ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন মন্তব্য মেনে নেওয়া যায় না। এটি সরাসরি অপমানজনক এবং অগ্রহণযোগ্য। অভিজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত।”

তাঁর অভিযোগ অনুযায়ী, গায়কের বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এতে গান্ধীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং জনগণের মধ্যে ভুল বার্তা গিয়েছে বলে মনে করছেন অনেকে।

গায়ক অভিজিৎ ভট্টাচার্য বলিউডের একসময়ের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার ছিলেন। শাহরুখ খান থেকে সইফ আলি খান, অক্ষয় কুমার, হৃতিক রোশন কিংবা রণবীর কাপুর— অনেক শীর্ষস্থানীয় তারকার জন্য তিনি গান গেয়েছেন। তবে গত কয়েক বছরে বলিউডে তাঁর উপস্থিতি কমে গিয়েছে। গানের চেয়ে বরং বিতর্কিত মন্তব্যের জন্যই বেশি আলোচনায় আসেন তিনি।

সম্প্রতি শাহরুখ খান ও সলমন খানকে নিয়ে একাধিক মন্তব্য করেও সমালোচনার মুখে পড়েছিলেন অভিজিৎ। যদিও সেই বিতর্ক ধীরে ধীরে থিতিয়ে গিয়েছিল, এবার গান্ধী প্রসঙ্গে মন্তব্য করে সরাসরি আইনি সমস্যায় জড়ালেন তিনি।

এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি অভিজিৎ ভট্টাচার্য। তাঁর বক্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে সমালোচনা উঠলেও তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।

আরও পড়ুনঃ এক মেয়ে নিয়ে, বন্ধুর ছেলেকে বিয়ে করেন বিদীপ্তা! বয়সের পার্থক্যকে হেলায় উড়িয়ে সফল দাম্পত্য বিরসা-বিদিপ্তার

গান্ধীর মতো ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে এমন মন্তব্য কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা চলছে। তবে এটি স্পষ্ট যে, এই মন্তব্যের ফলে গায়কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। এখন দেখার বিষয়, আইনি প্রক্রিয়ায় এই বিতর্ক কোন পথে এগোয়।