রবিবারের সকালে সুখবর টলিপাড়ায়! মা হলেন ভক্তিগীতি ও লোকগায়িকা অদিতি মুন্সী! ঘরে এল ফুটফুটে পুত্র না কন্যা সন্তান?

রবিবারের সকাল শুরু হল টলিপাড়ার জন্য এক আনন্দের খবরে। জনপ্রিয় কীর্তনশিল্পী ও বিধায়িকা অদিতি মুন্সী প্রথমবারের মতো মা হলেন। বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। নতুন বাবা নিজেই এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, আর তাতেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে অনুরাগী থেকে সহকর্মীদের মধ্যে।

মিষ্টি হাসি আর শান্ত স্বভাবের জন্য অদিতিকে বহুদিন ধরেই বাংলার মানুষ আপন করে নিয়েছেন। কীর্তনের সুরে তাঁর কণ্ঠে ভক্তি আর আবেগের মেলবন্ধন বারবার মন ছুঁয়ে গিয়েছে শ্রোতাদের। লক্ষ্মী ঠাকুরের মতো স্নিগ্ধ চেহারার এই শিল্পী শুধু মঞ্চেই নন, ব্যক্তিগত জীবনেও বরাবরই আলোচনার কেন্দ্রে থেকেছেন। মাতৃত্বের এই নতুন সফর তাঁর জীবনে যোগ করল এক গভীর আবেগের অধ্যায়।

অদিতি মুন্সীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তীর বিয়ে হয় ২০১৮ সালে। বিয়ের পর থেকে দুজনেই নিজেদের কাজের জগতে ব্যস্ত থেকেছেন। একদিকে সঙ্গীতচর্চা ও জনসংযোগ, অন্যদিকে প্রশাসনিক দায়িত্ব। অদিতি শুধু একজন শিল্পী নন, রাজারহাট গোপালপুরের বিধায়িকা হিসেবেও তিনি সমানভাবে সক্রিয়। এই বহুমুখী ভূমিকার মাঝেই মাতৃত্বের জন্য নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করছিলেন তিনি।

বিয়ের প্রায় সাত বছর পর তাঁদের পরিবারে এল এই নতুন সদস্য। দুই থেকে তিন হওয়ার আনন্দে আপ্লুত দম্পতি। জানা গিয়েছে, সকাল প্রায় দশটা নাগাদ সন্তানের জন্ম দেন অদিতি। কিছুদিন ধরেই তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন এবং কাজ থেকে নিজেকে সাময়িকভাবে দূরে রেখেছিলেন। পরিবার ও চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থভাবেই এই বিশেষ মুহূর্তের সাক্ষী হলেন তিনি। তাঁদের সংসারে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান।

আরও পড়ুনঃ “মেয়েদের সব সময় স্বাধীনতা থাকে না, অনেক ক্ষেত্রে আবার মেয়ের বাড়ির হস্তক্ষেপেও অশান্তি হয়!” বিষয়টা একপেশে ভাবে দেখলে চলবে না! দেবলীনা প্রসঙ্গে মুখ খুললেন সুদীপা চট্টোপাধ্যায়! জানালেন নিজের কোন অভিজ্ঞতা?

কিছুদিন আগেও অদিতিকে শেষ দেখা গিয়েছিল জি বাংলা সোনার চ্যানেলে একটি গানের রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে। সেখানেই তাঁর সাবলীল উপস্থিতি আর অভিজ্ঞ মন্তব্য প্রশংসা কুড়িয়েছিল দর্শকদের। এবার সেই পরিচিত মুখ নতুন পরিচয়ে ধরা দিলেন মা হিসেবে। অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন, কবে আবার কীর্তনের সুরে কিংবা মঞ্চের আলোয় ফিরবেন অদিতি মুন্সী, তবে আপাতত তাঁর জীবনের সবচেয়ে সুন্দর সুর বেজে চলেছে সংসারের অন্দরেই।

You cannot copy content of this page