SIR শুনানিতে এবার হাজিরা দিতে ডাক লাবণী সরকার ও কৌশিক বন্দ্যোপাধ্যায়ের! ডাক পেয়ে কী বললেন তারকা দম্পতি?

SIR শুনানিকে ঘিরে রাজনৈতিক থেকে বিনোদন জগৎ, সব মহলেই এখন চর্চা তুঙ্গে। কবি, নেতা, অভিনেতা থেকে ক্রীড়াবিদ, একের পর এক পরিচিত নাম উঠে আসছে এই তালিকায়। সম্প্রতি তৃণমূলের অভিনেতা সাংসদ দেব এবং ভারতীয় পেসার মহম্মদ শামির নাম সামনে আসায় কৌতূহল আরও বেড়েছে। এর মধ্যেই সোমবার শুনানিতে হাজিরা দিলেন অভিনেত্রী লাবণী সরকার এবং তাঁর স্বামী অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর অনুযায়ী, ঘাটালের তৃণমূল সাংসদ দেব কলকাতা পুরসভার তিরানব্বই নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নথি যাচাই সংক্রান্ত কিছু বিষয় খতিয়ে দেখতেই তাঁকে এবং তাঁর পরিবারের তিন সদস্যকে শুনানির নোটিস পাঠানো হয়েছে। একই ওয়ার্ডের ভোটার হিসেবে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকেও ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও আপাতত তিনি ব্যক্তিগত কারণে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।

সোমবার কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ স্কুলে আয়োজিত শুনানিতে উপস্থিত ছিলেন লাবণী সরকার ও কৌশিক বন্দ্যোপাধ্যায়। শুনানির পর অভিনেত্রী লাবণী সরকার জানান, সাধারণ নাগরিক হিসেবেই তাঁরা ডাকে সাড়া দিয়েছেন। তাঁর কথায়, সরকার ডেকেছে বলেই তাঁরা এসেছেন এবং পুরো বিষয়টিই ছিল স্বাভাবিক ও সহজ একটি প্রক্রিয়া, যেখানে কেবল সই এবং স্বাক্ষর মিলিয়ে দেখা হয়েছে।

অন্যদিকে কৌশিক বন্দ্যোপাধ্যায়ও বিষয়টিকে স্বাভাবিক প্রশাসনিক কাজ হিসেবেই দেখছেন। তিনি বলেন, তাঁর ভয় পাওয়ার কোনও কারণ নেই, কারণ তিনি একজন ভারতীয় নাগরিক। নিয়ম অনুযায়ী ডাকা হলে সেই প্রক্রিয়ায় অংশ নেওয়াটাই দায়িত্ব। নির্বাচন কমিশন সূত্রে দাবি, সংশ্লিষ্ট ওয়ার্ডের কয়েকটি এনুমারেশন ফর্মে কিছু ত্রুটি থাকায় এই শুনানি ডাকা হয়েছে।

আরও পড়ুনঃ ‘শুধু জল খেয়ে কেটেছে কত রাত!’ শৈশবের চরম কষ্ট থেকে সামাজিক মাধ্যমে তারকা, জনপ্রিয়তার শিখরে দাম্পত্য টানাপড়েনের মুখোমুখি দেবলীনা নন্দী! গানের হাত ধরে ঘুরে দাঁড়ানো গায়িকা-অভিনেত্রীর জীবন সংগ্রামটা জানেন?

এই শুনানিতে ডাক পেয়েছেন বাঁকুড়ার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সজল বিশ্বাসও। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, দীর্ঘদিন সরকারি চাকরি করার পরেও এভাবে ডাকা হওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর মতে, এতে সাধারণ মানুষ থেকে ব্যস্ত পেশাজীবী সকলেই হয়রানির শিকার হচ্ছেন। সব মিলিয়ে SIR শুনানি এখন রাজ্য রাজনীতির পাশাপাশি সমাজের নানা স্তরে আলোচনার কেন্দ্রে।

You cannot copy content of this page