“অভিনয় করতে চাই, অফার এসেছিল কিন্তু…”— কেন অভিনয় থেকে দূরে সরে গেলেন ‘রাখী বন্ধন’ খ্যাত সোহম বসু রায় চৌধুরী? অবশেষে মুখ খুলে কারণ জানালেন নিজেই! তবে কি আর ফিরছেন না ছোটপর্দায়?

বাংলা টেলিভিশনের একসময় বেশ জনপ্রিয় শিশুশিল্পী ‘সোহম বসু রায় চৌধুরী’ (Soham Basu Roy Chowdhury)। স্টার জলসার ‘অপরাজিত’ ধারাবাহিকে যিশু সেনগুপ্তর ছেলে এবং দিতিপ্রিয়া রায়ের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিল সে। তবে, সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করে ‘রাখী বন্ধন’-এর ছোট্ট বন্ধন চরিত্রে। দর্শক সোহমকে আপন করে নিয়েছিলেন শুরু থেকেই। কিন্তু আজ তাঁকে আর পর্দায় দেখা যায় না, অভিনয় থেকে অনেকটাই সরে গেছে।

ফলে অনেকেরই প্রশ্ন, এত জনপ্রিয়তা পেয়েও কেন ছোটপর্দায় আর দেখা যাচ্ছে না সোহমকে? সম্প্রতি সোহম নিজেই এই বিষয়ে মুখ খুলেছে। জানিয়েছে এতদিন কী করছিল এবং কোথায় ছিল সে। আসলে সোহম নিজেই অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাঁর কথায়, “কলের বউ সিরিয়ালে কাজ করার পর মনে হলো এবার একটু থামা দরকার।” কারণ তখনই উপলব্ধি হয় তাঁর, অভিনয়ের পাশাপাশি প্রশিক্ষণও জরুরি।

অভিনয়ের অভিজ্ঞতা যতই থাকুক, প্রস্তুতি ছাড়া দীর্ঘ পথচলা সম্ভব নয়— এই বিশ্বাসেই সাময়িকভাবে সরিয়ে নেয় নিজেকে সে। এরপর থেকে অনেক প্রস্তাব এসেছিল তাঁর কাছে। জনপ্রিয়তা থাকা অবস্থাতেই টেলিভিশনের বিভিন্ন কাজ থেকে শুরু করে ছবির অফারও পেয়েছিল সোহম। কিন্তু সেগুলোর কোনওটাই সে গ্রহণ করেনি। কারণ তাঁর কাছে প্রথম গুরুত্ব পেয়েছে পড়াশোনা।মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে, উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতেই নিজেকে ব্যস্ত রেখেছে সে।

সোহমের কথায়,”কাজ তো ভবিষ্যতেও অনেক আসবে, কিন্তু পরীক্ষাটা জীবনে একবারই আসে।” এই পরিণত দৃষ্টিভঙ্গিই তাঁকে ইন্ডাস্ট্রির সমবয়সীদের থেকে অনেকটা আলাদা করেছে। তবে, অভিনয়ের প্রতি ভালোবাসা তাঁর একেবারেই ম্লান হয়নি। বরং আরও ভালোভাবে ফিরতে চায় সোহম এবার। নিজের গ্রুমিং-এর কাজ করেছে সে, অভিনয়ের প্রশিক্ষণও নিচ্ছে। এখন তাঁর বিশ্বাস, সে প্রস্তুত আবার ক্যামেরার সামনে দাঁড়াবার জন্য।

আরও পড়ুনঃ “ক্লাস সিক্সের জামা আমি আজও পরি, দুর্গাপুজো বলেই নতুন জামার দরকার নেই আমার!”— দিতিপ্রিয়ার অকপট স্বীকারোক্তি ঘিরে বিতর্ক! এটাই কি নতুন স্টাইল নাকি কিপটেমি?— প্রশ্ন তুলছেন নেটিজেনরা!

তাঁর প্রতিভাকে কেউ সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আবার ফিরবে সে। সোহমের দাবি, “আমি এখন হিরোর রোলের জন্য একেবারে তৈরি। কেউ যদি পারে আমাকে ইউটিলাইজ করতে, তাহলে আমি অবশ্যই ফিরব। জনপ্রিয়তা যে আমার একদম কমে গেছে, সেটা নয়।” তবে সেটা কোন মাধ্যমে হবে– টেলিভিশন, ওয়েব, না বড়পর্দা, সেটা নিয়ে তাঁর কোনও শর্ত নেই। শুধু সঠিক চরিত্রে তাঁকে কাজে লাগাতে হবে। তাই এখন দর্শকদের জন্য অপেক্ষা, ছোটপর্দার সেই ‘বন্ধন’ আবার কবে দেখা দেবেন নতুন গল্পে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page