“আগের মতো বাংলা ছবির উন্মাদনা আর নেই”— সোহম চক্রবর্তীর বিস্ফোরক স্বীকারোক্তি! বড় বাজেটের দাপটে কি হারিয়ে যাচ্ছে গল্পনির্ভর ছোট বাংলা ছবি? দর্শক মুখ ফিরিয়ে নেওয়ায় দায় কার— ইন্ডাস্ট্রির না সময়ের পরিবর্তনের?-কি জানালেন অভিনেতা?

একসময় বাংলা বিনোদন জগত মানেই ছিল আলাদা এক উন্মাদনা। নতুন ছবি মুক্তি মানেই হলে হলে ভিড়, পরিবার নিয়ে সিনেমা দেখার পরিকল্পনা, পাড়ায় পাড়ায় আলোচনার ঝড়। সেই সময় বিনোদনের মাধ্যম ছিল সীমিত—সিনেমা হল আর টেলিভিশনই ছিল মানুষের প্রধান ভরসা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিনোদনের সংজ্ঞাই বদলে গেছে। ওটিটি প্ল্যাটফর্ম, ডিজিটাল কনটেন্ট ও ভিন্ন ধারার মাধ্যম মানুষের সামনে এনে দিয়েছে অগণিত অপশন। ফলে স্বাভাবিকভাবেই আগের মতো সেই সামগ্রিক উন্মাদনা আজ আর চোখে পড়ে না।

এই পরিবর্তনগুলো খুব কাছ থেকে দেখেছেন অভিনেতা সোহম চক্রবর্তী। ছোটবেলা থেকেই বাংলা বিনোদন জগতের সঙ্গে তাঁর পথচলা। শিশু শিল্পী হিসেবে শুরু করে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টলিউডের একজন পরিচিত মুখ হিসেবে। ক্যারিয়ারের দীর্ঘ সময়ে ইন্ডাস্ট্রির উত্থান-পতন, দর্শকের রুচির বদল—সবকিছুই তিনি প্রত্যক্ষ করেছেন খুব কাছ থেকে।

অভিনেতা হিসেবে সোহম চক্রবর্তী দর্শকদের উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় ছবি। ‘বোঝেনা সে বোঝেনা’, ‘অমানুষ’ এবং ‘অমানুষ ২’-এর মতো সিনেমা শুধুমাত্র বক্স অফিসেই নয়, দর্শকের মনেও আলাদা জায়গা করে নিয়েছে। রোম্যান্টিক গল্প হোক বা থ্রিলার—ভিন্ন ঘরানার ছবিতে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতাই তাঁর অভিনয়ের অন্যতম শক্তি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহম স্পষ্টভাবেই জানিয়েছেন, এখন আর আগের মতো বাংলা ছবির প্রতি সেই উন্মাদনা নেই। তাঁর কথায়, আগে মানুষের কাছে অপশন কম ছিল, তাই সিনেমা হলই ছিল প্রধান বিনোদনের জায়গা। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। বড় বাজেটের ছবি হলে এলে দর্শক যায়, কিন্তু ছোট বাজেটের বা ভিন্ন ধারার ছবির ক্ষেত্রে মানুষ অপেক্ষা করে কবে সেটি ওটিটি বা টিভিতে আসবে।

আরও পড়ুনঃ “আমার মতে শুভশ্রীর সঙ্গে দেবের বিয়ে হলে মন্দ হত না, কিন্তু আমার কপাল…” গতকাল লাইভের পর ‘দেশু’ জুটির প্রত্যাবর্তনে নস্টালজিয়ায় ভাসছে দর্শক, অপ্রত্যাশিত প্রতিক্রিয়া জানালেন রাজ চক্রবর্তীও!

এছাড়াও টলিউডে হল পাওয়ার সমস্যার কথাও তুলে ধরেছেন অভিনেতা। তবে এত কিছুর মাঝেও আশাবাদী সোহম চক্রবর্তী। তাঁর বিশ্বাস, যদি দর্শকের সামনে সত্যিই ভালো বিষয়বস্তুর সিনেমা তুলে ধরা যায়, তাহলে দর্শক আবারও হলমুখী হবে। সময় বদলালেও ভালো গল্পের টান যে কখনও ফুরোয় না—এই আশাতেই এখনও ভরসা রাখছেন অভিনেতা।

You cannot copy content of this page