লুকোছাপা প্রেম! ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই শীতেই অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন প্রতীক সোনামনি?

টলিপাড়ায় ফের সরগরম গুঞ্জন—সোনামণি সাহা ও প্রতীক সেন কি সত্যিই বিয়ের পথে? জগদ্ধাত্রী পুজোর কিছু মুহূর্তেই যেন ফুঁসে উঠেছে নতুন করে আলোচনা। অঞ্জনা বসুর বাড়িতে প্রতীকের মা–এর সঙ্গে সোনামণির উপস্থিতি দেখা যেতেই অনুরাগীরা ধরে নিয়েছেন, এবার হয়তো শুরু হচ্ছে তাঁদের জীবনসঙ্গীর নতুন অধ্যায়।

‘মোহর’ ধারাবাহিকের শুটিং সেটেই প্রথম পরিচয়। পর্দার সেই জনপ্রিয় জুটি দর্শকদের মনে যে বিশেষ জায়গা করে নিয়েছেন, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তারপর থেকেই তাঁদের বন্ধুত্বকে ঘিরে নানা জল্পনা। যদিও এই প্রশ্নে প্রতীক সাধারণত নীরব থাকতেই পছন্দ করেন।

বিয়ে প্রসঙ্গ উঠতেই সোনামণির স্পষ্ট জবাব, “সম্পর্ক নিয়ে কিছু প্রকাশ করিনি। অথচ বিয়ের আলোচনা শুরু! কোন দিন শুনব আমাদের বাচ্চার প্ল্যানও হয়ে গেছে!” ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তি আলোচনা তিনি একেবারেই পছন্দ করেন না বলেই জানান। তাঁর কথায়, প্রতীক ও তাঁদের পরিবারের সঙ্গে সুন্দর বন্ধুত্ব ছাড়া আর কিছুই প্রকাশ্যে জানানোর নেই এখনই।

তবে অনুরাগীদের চোখ কিন্তু আরও অনেক কিছুই খুঁজে নেয়। একসঙ্গে সময় কাটানো, পারিবারিক সম্পর্ক, ইন্ডাস্ট্রিতে তাঁদের chemistry—সব মিলিয়েই প্রশ্নটা আরও জোরাল হয়। সত্যিই কি বন্ধুত্বের বাঁধন আরেক ধাপ এগোচ্ছে?

আরও পড়ুনঃ “মেঘমালার মতো নারী আজকের সমাজের দরকার, এমন চরিত্র টেলিভিশনে অনেক দিন পরে দেখলাম!” “মেঘমালাকে যত দেখি, তত ভালো লেগে যায়!”— স্টার জলসার ‘কম্পাস’-এ অন্বেষা রায় মুখোপাধ্যায়ের নতুন রূপে মুগ্ধ দর্শক, সবার প্রিয় চরিত্র হয়ে উঠছে মেঘমালা!

যাই হোক, দর্শকের মনে আশা—পর্দার আদরের জুটি যদি বাস্তবেও হাত ধরে চলেন, তবে টেলিপাড়ায় আনন্দের ঢেউ বইবে নিশ্চিত! এখন শুধু অপেক্ষা—কবে ফাঁস হবে এই রহস্যের চূড়ান্ত সত্য?