হবু শাশড়ি কুখ্যাত লাবণ্যকে হারিয়ে শেষপর্যন্ত কিনা সেরা খলনায়িকার পুরস্কার জিতে নিল অনুরাগের ছোঁয়ার উর্মি!ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

শুরু হয়েছে মাত্র দুই মাস কিন্তু এর মধ্যেই স্টার জলসার অনুরাগের ছোঁয়া দর্শকদের মন ধীরে ধীরে জিতে নিয়েছে। প্রথমে যখন এই সিরিয়ালের প্রোমো দেখানো হয়েছিল তখন রূপ নাকি গুণ কোনটা বেশি প্রাধান্য পাবে এরকম হিসেবে দেখানো হয়েছে সাধারণ মানুষ বলতে শুরু করেছিলো সেই বস্তাপচা কনসেপ্ট নিয়ে আসছে স্টার জলসা।

কিন্তু শুরু হওয়ার পর গল্প যখন নিজস্ব গতিতে এগোলো তখন সূর্য আর দীপার ভালোবাসার কাহিনী দেখে মানুষের আস্তে আস্তে ভালো লাগল। এখন অনুরাগ এর ছোঁয়া দুর্দান্ত ভালো ফল করছে টিআরপি রেটিংয়ে। গত সপ্তাহের টিআরপি রেটিংয়ে সে পঞ্চম স্থানে চলে এসেছিল।

খল নায়িকার ভূমিকায় রূপাঞ্জনা মিত্রের অভিনয় তাক লাগিয়ে দিচ্ছে সকলের।দীর্ঘদিন পর পর্দায় ফিরে এসে রূপাঞ্জনা যেভাবে কাঁপিয়ে দিচ্ছেন তার কথাবার্তা, উগ্র সাজপোশাক, ব্যবহার,চাউনি দিয়ে তাতে ভয় লেগে যাচ্ছে সাধারণ দর্শকদের।

তুমি সেই সঙ্গে দীপার সৎ মা এবং সৎ বোন কম যাচ্ছে না। সৎ বোন উর্মির চরিত্রে অভিনয় করছে সৌমিলি চক্রবর্তী। নবাগতা এই অভিনেত্রীর একটা মূল চরিত্রে অভিনয়ের এই প্রথম কাজ। সেখানে দাঁড়িয়ে তিনি যথেষ্ট ভাল অভিনয় করছেন।

তাই নেগেটিভ রোলে উদীয়মান তারকাদের মধ্যে সেরার সেরা হলেন সৌমিলি চক্রবর্তী। ইভেন্ট ক্রাফ্ট আয়োজিত এই আবার ফাংশনে বিভিন্ন তেরি তারকাদের পুরস্কৃত করা হয়েছে তার মধ্যে নবাগতা হিসেবে সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছেন সৌমিলি।

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।তার অনুরাগী মানুষেরা তাকে প্রচুর শুভেচ্ছা জানিয়েছেন তারা আগামী ভবিষ্যতের জন্য।

You cannot copy content of this page