শিল্পী অমর হয়ে থাকেন তাঁর শিল্পের মধ্যে দিয়ে। ঠিক যেমন অভিনেতা সৌমিত্র চ্যাটার্জী। বাঙালির কাছে আজও তিনি তাঁর বর্ণময় চরিত্রগুলির মধ্যে দিয়ে বেঁচে রয়েছেন। শিল্পীর সেই অসামান্য জীবনকে পর্দায় তুলে ধরেছেন পরিচালক পরমব্রত চ্যাটার্জী। সেটি মুক্তি পাচ্ছে নববর্ষে। সামনে এল ট্রেলার।
২০২১ সালের মার্চ মাসের অভিযান সিনেমার প্রথম ট্রেলার এসেছিল সামনে। শিল্পীর জীবনের নানা কাহিনী স্মৃতি হয়ে পর্দায় ভেসে উঠেছিল। নতুন ট্রেলারে আবার সেই স্মৃতিচারণা।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত গুলির কথা শেয়ার করলেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী লিলি চক্রবর্তী, কৌশিক সেন, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, মমতা শঙ্করের মতো প্রথিতযশা শিল্পীরা। সত্যজিৎ রায়ের বেশিরভাগ গল্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন সৌমিত্র।
তিনি আবার ছিলেন থিয়েটারের সম্রাট ও সেইসঙ্গে আবার খুব ভালো লেখক। সেইসঙ্গে রাজনীতির বিষয়ে যথেষ্ট সচেতন। যাবতীয় আঙ্গিক ফুটে উঠেছে পরিচালকের এই ভাবনায়।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের অল্প বয়সের অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। উত্তম কুমারের ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ। সৌমিত্রর মেয়ে পৌলমী বসুর ভূমিকায় রয়েছেন সোহিনী সেনগুপ্ত।
সত্যজিৎ রায় চরিত্রে রয়েছেন পরিচালক কিউ। এছাড়াও তনুশ্রী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, তৃধা চৌধুরী, পাওলি দাম, পদ্মনাভ দাসগুপ্ত, দুলাল লাহিড়ি, শুভাশিস মুখোপাধ্যায়, অনিন্দিতা বসু, সোহিনী সরকার প্রমুখ তারকারাও রয়েছেন। আগামী নববর্ষ উপলক্ষ্যে সিনেমাহলে মুক্তি পাবে অভিযান।