স্বামীর ভালোবাসা পেয়েও ভাসুর সোমের দিকেই মন মিঠাইয়ের!তার সঙ্গেই জমিয়ে নাচ তুফান মেইলের! বদলে গেল সম্পর্ক?

অনস্ক্রিনে ভাসুর পছন্দ করে না তার ভাইয়ের বউকে। তবে অফস্ক্রীন তাদের কেমিস্ট্রি জমজমাট। সোশ্যাল মিডিয়ায় নিজের ভাসুর সোমের সঙ্গে নেচে ভাইরাল হলো ‘মিঠাই’ সৌমিতৃষা। দুজনের সেই রিল দেখে বহু মানুষ প্রশ্ন করেছেন যে তারা কি তাহলে প্রেম করছে? তবে তারা বরাবরই স্বীকার করে গেছে যে অফস্ক্রিন তারা খুব ভালো বন্ধু। সৌমি ও ধ্রুব কোনও গুজবে কান দেয় না।

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমার ‘স্বামী স্বামী’ গানে নাচ করলো তারা। পাঞ্জাবি-পাজামা ও শাড়ি পরেই নাচ করলো এই জুটি। শুটিংয়ের পার্কিংয়ে নাচ করেছে তারা।

তাদের জুটিকে দর্শকও বেশ পছন্দ করে। তাই কমেন্ট বক্সে প্রশংসার বন্যা। আবার কেউ কেউ বলছে ভাসুর নয়, স্বামী সিডের সঙ্গে যদি এমন ভিডিও করত মিঠাই তাহলে আরো জমে যেত। এদিকে কেউ কেউ আবার আবদার করেছে মোদক পরিবারের শত্রু আগরওয়াল পরিবারের ছোট ছেলে ওমির সঙ্গে মিঠাইয়ের একটি নাচ দেখার জন্যে। সৌমি মাঝে মাঝেই তার বন্ধু এবং অনস্ক্রিন ভাসুরের সঙ্গে এমন ভিডিও বানায় যা বেশ ভাইরাল হয়।

You cannot copy content of this page